সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Waiting List-র চি’ন্তা ছেড়ে দিন, AI সিস্টেমে মি’ল’বে কনফার্ম সি’ট!

ইতিমধ্যেই প্রযুক্তিগত দিক থেকে ভারতীয় রেল অনেকটাই এগিয়েছে, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য কৃত্রিম ভাবে বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে নানা ধরনের কাজ ইতিমধ্যেই সম্পন্ন করা হচ্ছে। ভারতীয় রেলের চাহিদা প্রচুর, দেশের এক কোণ থেকে আরেক কোণে যোগাযোগ রক্ষার কাজ করে থাকে এই ভারতীয় রেল।

বলা যেতে পারে দেশের প্রাণ এই ভারতীয় রেল। আমরা সর্বদা লক্ষ্য করি ট্রেনের তুলনায় যাত্রী সংখ্যা অনেকটাই বেশী ভারতে। তাই কনফার্ম টিকিট পাওয়া আর হাতে চাঁদ পাওয়া অনেকটা একই। কিন্তু এবার নাকি প্রযুক্তি ব্যবহার করে টিকিটের সংখ্যা বাড়বে ট্রেনে। আইডিয়াল ট্রেন প্রোফাইল, এটি নাকি তৈরী করেছে রেলওয়ে ইনফরমেশন সিস্টেম।

এটি রেলের একটি অভ্যন্তরীণ সফটওয়্যার। এই মডিউল ব্যবহার করে নাকি রেলের ওয়েটিং লিস্টের সংখ্যা ৫-৬ ৫ পর্যন্ত কমে যাবে। ইতিমধ্যেই এই মডিউলের পরীক্ষা সম্পন্ন হয়েছে, আর এটা স্বাভাবিক ভাবে শুরু হলেই নাকি আগের তুলনায় বেশী পরিমাণে কনফার্ম টিকিট পাবে যাত্রীরা।

আরো খবর: ২৬ জানুয়ারির দিন কুচকাওয়াজ দেখার জন্য বি’শে’ষ অতিথি হি’সে’বে থাকবেন শ্রমিকরা ও সবজি বিক্রেতারা

আসলে রেলের কনফার্ম টিকিট না পাওয়ার জন্য মানুষ রেল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, আর দূরের যাত্রার জন্য বিমানকে বেছে নিচ্ছে, তাছাড়া কাছাকাছি হলে বাস ব্যবহার করছে। কিন্তু এই মডিউল চালু হওয়ার পর থেকেই দূরগামী ট্রেনের আয় ১ কোটির বেশী বেড়ে যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তার মডিউলকে ২০০ টি দূরপাল্লার ট্রেনের তথ্য দেওয়া হয়েছে।

আর সেখানেই একাধিক যাত্রীদের নকশা লক্ষ্য করা গেছে। কিভাবে তারা টিকিট কাটে কিভাবে কতদূরের টিকিট তারা কাটে, কেমন চাহিদা টিকিটের, এমনকি কোন মরশুমে টিকিটের চাহিদা থাকে বেশী এই সমস্ত। যাত্রীদের ওপরে পুঙ্খানুপুঙ্খ বিচার করেই আগামীতে বিভিন্ন স্টেপ নেবে ভারতীয় রেল আর সেখানে সাহায্য করবে এই মডিউল।