সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কালি প্রতীমা বি’স’র্জ’ন ক’র’তে ব্যা’প’ক ভি’ড় মা’ল’দা মহানন্দা নদী’র রামকৃষ্ণ মি’শ’ন ঘা’টে

কালি প্রতীমা বিসর্জন করতে ব্যাপক ভিড় মালদা মহানন্দা নদীর রামকৃষ্ণ মিশন ঘাটে

মালদা,৭ নভেম্বর : রবিবার সকাল থেকে কালি প্রতীমা বিসর্জন করতে ভিড় জমলো মালদা শহরের রামকৃষ্ণ মিশন ঘাটের মহানন্দা নদীতে।

তদারকি করতে সকাল থেকে ঘাটে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার প্রশাসক সুমালা আগারওয়ালা।
এদিন সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে কালী প্রতিমা নিয়ে রামকৃষ্ণ মিশন ঘাটে উপস্থিত হন বিসর্জনকারীরা। করোনা বিধি-নিষেধের কারণে বন্ধ ছিল শোভাযাত্রা।

তবে ঢাক কাসর বাজিয়ে বাড়ি এবং পূজামণ্ডপ থেকে কালী প্রতিমা ঘাট পর্যন্ত নিয়ে পৌঁছান বর্জনকারীরা। ইংরেজবাজার পুরো কর্মীরা প্রতিমা বিসর্জন করেন। পৌরসভার উদ্যোগে ঘাটে রাখা ছিল নৌকার ব্যবস্থা। মুহুর্তের মধ্যে পুরো কর্মীরা যন্ত্রচালিত করাত দিয়ে কাঠামো পরিষ্কার করেন।

প্রতিমা বিসর্জন করতে যাতে কোন অসুবিধা না হয় তার জন্য ঘাটে উপস্থিত ছিলেন পুরো প্রশাসক সুমালা আগারওয়ালা। তিনি পুরো বিষয়টি তদারকি করেন।

তিনি বলেন, হঠাৎ করে জল বেড়ে যাওয়ায় সামান্য সমস্যা হয়েছিল। ৩৬ জন পুরো কর্মী বিসর্জনের কাজে যুক্ত রয়েছেন। ফুল, বেলপাতা সহ কাঠামো দ্রুত পরিস্কারের ব্যবস্থা করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে। কদিন বাদে রয়েছে ছট পূজা এই কারণে পরিষ্কার রাখা হচ্ছে বিসর্জনের ঘাটে।

বিসর্জনের জন্য বিভিন্ন ব্যবস্থা রাখায় জন্য ইংরেজবাজার পৌরসভা কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন বিসর্জন করতে আসা মানুষেরা।