সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কারাদণ্ড শে’ষ করে ২৯ বছর প’র দেশে ফিরলেন কুলদীপ সিং

“দেশের জন্য কোনও ত্যাগ স্বীকার পিছপা নয়” ২৯ বছর পাকিস্তানের জেলে কাটিয়ে দেশে ফিরে বললেন কুলদীপ সিং, ৫৩ বছর বয়সি কুলদীপ সিং কে গুপ্তচর বৃত্তির অভিযোগে, তাঁকে ২৫ বছরের কারাদণ্ডের শাস্তি দিয়েছিল পাক আদালত। সেই কুলদীপ সিং শুক্রবার রাতে ঘরে ফেরার পরেই আতশবাজি পুড়িয়ে উৎসব করলেন গ্রামবাসীরা।

বাড়ি ফিরে কুলদীপ সিং জানান, “সমস্ত বন্ধু, গ্রামবাসী এবং বিশেষ করে যুবকদের প্রতি আমার বার্তা হল, ভুল পথ থেকে দূরে থাকুন। ভুল রাস্তা ক্ষতি করতে পারে। কিন্তু, দেশের জন্য কোনও ত্যাগ স্বীকার থেকে কখনও পিছপা হবেন না।” সেই সঙ্গে এদিন ঘরে ফিরে পাকিস্তানের জেলে কীভাবে ভারতীয়দের উপর নৃশংস অত্যাচার চালানো হয়, সেই কথাও জানান কুলদীপ। তিনি আরও বলেন, পাকিস্তানে কোনওভাবে কোনও ভারতীয় ধরা পড়লেই তাঁকে গুপ্তচর বলে দেগে দেওয়া হয়। এইসঙ্গে তাঁর উপর ভয়ংকর নির্যাতন চালানো হয়ে থাকে। যেমনটা হয়েছে তাঁর উপরেও।

Freed from Pak jail Kuldeep Singh being welcomed by his family and relatives in Makwal village of Billawar. -Excelsior/Pardeep Sharma

প্রসঙ্গত, কুলদীপ সিং জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী এলাকা কাঠুয়ার বাসিন্দা। ১৯৯২ সালে ভুল করে পাক ভূভাগে ঢুকে পড়েন তিনি। এবং পাক সেনার হাতে ধরা পড়েন। এরপর তাঁর উপর টানা সাড়ে তিন বছর ধরে অমানবিক নির্যাতন চালায় পাকিস্তানি তদন্তকারী সংস্থাগুলি। তাঁকে গুপ্তচরবৃত্তির অভিযোগে একটি আদালতেও হাজির করা হয়। সেখানে ২৫ বছরের কারাদণ্ডের শাস্তি দেওয়া হয় কুলদীপকে।

জানা গিয়েছে, পাকিস্তানে গ্রেপ্তার হওয়ার পর, লাহোরের কোর্ট লাখপত জেল থেকে পরিবারের উদ্দেশে চিঠি লিখেছিলেন কুলদীপ। তখনই পরিবারের সদস্যরা তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত হন। তবে তিনি যে কোনও দিন বাড়ি ফিরতে পারবেন, সত্যি বলতে সেই আশা ছেড়ে দিয়েছিল পরিবার।