সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জে’নে রা’খু’ন হোমিওপ্যাথি ও’ষু’ধ ‘আর্নিকা’র উপ’কা’রিতা এবং খা’ও’য়ার স’ঠি’ক প’ন্থা

জেনে রাখুন হোমিওপ্যাথি ওষুধ 'আর্নিকা'র উপকারিতা এবং খাওয়ার সঠিক পন্থা

হোমিওপ্যাথি ওষুধের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল আর্নিকা। প্রায় প্রত্যেকের বাড়িতেই কমবেশি এই ওষুধ টি খুঁজলেই পাওয়া যাবে। কোথাও পড়ে গিয়ে আঘাত পেলেই ব্যথা কমানোর জন্য অন্যান্য পেনকিলার এর তুলনায় আর্নিকা এক অব্যর্থ ওষুধ। সাম্প্রতিক একটি সমীক্ষা অনুযায়ী, ভারতের বেশিরভাগ শিশুই পাঁচ বছর বয়স পর্যন্ত সবচেয়ে বেশি যে হোমিওপ্যাথি ওষুধটি খায়, তার নাম আর্নিকা।

আর্নিকার আসল নাম আর্নিকা মন্টানা। এটি মূলত ডেইজি ফুলের একটি গাছ। ইউরোপে এই গাছ প্রচুর পরিমাণে জন্মায়। লোকের কাছে গাছটির পরিচিতি আবার অন্য নামে। লোকে গাছটিকে উলফস বেন বা লেপার্ডস বেন নামেই চেনে। তবে আপাত নিরীহ এই গাছটি প্রাথমিকভাবে কিন্তু বিষাক্ত। তাই এর ব্যবহার খুবই সীমিত। তবে হোমিওপ্যাথি ওষুধ তৈরির প্রক্রিয়াতে এর উপকারী দিকগুলিই কাজে লাগানো হয়। বিশেষ প্রক্রিয়ায় এর বিষাক্ত বা ক্ষতিকর প্রভাব নষ্ট করা হয়।

সাধারণত ব্যথা বা কোনো ধরণের যন্ত্রণা উপশমে বা কালশিটে কমাতে আর্নিকার ব্যবহার রয়েছে। তবে এর পাশাপাশি আরও অনেক রোগ সারাতে পারে আর্নিকা। অনেক দিনের পুরনো কোনো চোটও সারাতে পারে আর্নিকা। মস্তিষ্কের রক্তক্ষরণ বন্ধ করতেও ওস্তাদ এই হোমিওপ্যাথি ওষুধ। এছাড়াও ব্রঙ্কাইটিস, মেনিনজাইটিস, প্রস্রাব থেকে রক্তপাত ও রক্তবমির সমস্যাতেও খুব ভাল কাজ করে আর্নিকা। হোমিওপ্যাথি বিশেষজ্ঞদের মতে, আর্নিকার মাধ্যমে বাত, হৃদরোগ ও সন্তান প্রসবের সময় কোনও জটিলতা থাকলে তা সহজেই দূর করা যেতে পারে। এককথায়, আর্নিকাকে বলা যেতে পারে মহৌষধি। তবে এই ধরনের ব্যবহারগুলি চিকিত্‍সকের পরামর্শ ছাড়া করা সম্ভব নয়। এখন বাজারে আর্নিকা ওষুধের পাশাপাশি আর্নিকা মলমও বাজারে কিনতে পাওয়া যায়, যা ব্যথা উপশমে সক্ষম। কিন্তু কোনো জায়গায় কেটে গেলে সেখানে আর্নিকা না লাগানোই ভালো, ফল হিতে বিপরীত হতে পারে।