সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

খুকুমণি হোম ডেলিভারি আর দে’খা যা’বে না, হটাৎ নোটিশ আসতেই ব’ন্ধ হ’চ্ছে সিরিয়াল!

আচমকাই বন্ধ হয়ে যাচ্ছে স্টার জলসার খুকুমণি হোম ডেলিভারি ধারাবাহিকটি। চ্যানেলের তরফ থেকে একটি নোটিশ এসে পৌঁছেছে নির্মাতাদের কাছে। সেখানেই ধারাবাহিক বন্ধের কথা বলা হয়েছে।

মাত্র কয়েকমাস আগে এই ধারাবাহিকে যাত্রা শুরু করেছিল। আচমকা কিভাবে ধারাবাহিকটি মাঝপথে বন্ধ করার সিদ্ধান্ত হলো তা ভেবে পাচ্ছেন না নির্মাতারা।

বিগত কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিকের টিআরপি নেমে এসেছে। কাজেই খুকুমনি হোম ডেলিভারি বন্ধ হয়ে যাওয়ার পেছনে কম টিআরপি দায়ী বলে মনে করছেন অনেকেই।

আরো পড়ুন: অপারেশনের স’ম’য় খুদে গান ক’র’ছে “হাট্টিমাটিম টিম”, নে’ট দু’নি’য়া’য় ভাইরাল ভিডিও

কিন্তু এই মুহূর্তে স্টার জলসাতে একাধিক ধারাবাহিক রয়েছে যেগুলো টিআরপি খুকুমণি হোম ডেলিভারির থেকেও কম। অন্যদিকে আবার শুরু করায় প্রযোজক এবং চ্যানেলের ঝামেলার খবর রটেছে।

তবে কারণ যাই হোক না কেন এত তাড়াতাড়ি ধারাবাহিক বন্ধের খবরে বেশ হতাশ হয়ে পড়েছেন ভক্তরা। গতবছর স্টার জলসার দুর্দিনের সময়ে এই ধারাবাহিক টিআরপি তালিকায় ভালো ফলাফল দিয়েছে।

আরো পড়ুন: আমরা দুজনই নিজেদের ম’তো করে ভা’লো আছি, মধুমিতা প্র’স’ঙ্গে মু’খ খুললেন সৌরভ

টিআরপি তালিকাতে প্রথম দিকে বেশ প্রথমে ছিল খুকুমণি। কিন্তু বিগত কয়েক সপ্তাহে ধারাবাহিকের টিআরপি ধারাবাহিকভাবে কমেছে। বর্তমানে বিহান স্কুলে যাওয়া করে শুরু করেছে।

এখনো মানসিকভাবে সে সুস্থ হয়ে ওঠেনি। এরকম একটা পরিস্থিতিতে কীভাবে ধারাবাহিক মাঝপথে বন্ধ করে দেওয়া যেতে পারে? প্রশ্ন তুলছেন ভক্তরা। চ্যানেলের কাছে তাদের আর্জি, এই ধারাবাহিক যেন এখনই বন্ধ না করা হয়।