সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উত্তরপ্রদেশের প্রতিটি স্কুলে যোগাসন বা’ধ্য’তা’মূলক হ’চ্ছে

রাজ্যে খেলাধুলোর পরিকাঠামো মজবুত করার জন্য উত্তরপ্রদেশের স্কুলগুলি নিল একটি পদক্ষেপ। উত্তরপ্রদেশের সমস্ত স্কুলে বাধ্যতামূলক করা হচ্ছে যোগাসন এবং এ ব্যাপারে সরকার খুব তাড়াতাড়ি পদক্ষেপ নিতে চলেছে। এই ধরনের ভাবনা কার্যত প্রত্যন্ত গ্রামেও বাস্তবায়িত করতে চায় যোগী সরকার।

এই ব্যাপারে রাজ্যের ক্রীড়া দফতরের অতিরিক্ত মুখ্য সচিব নবনীত সায়গল জানিয়েছেন,” কচিকাঁচাদের আগামী দিনে খেলাধুলায় উৎসাহিত করার জন্যই নতুন রকম নিয়ম চালু করছে যোগী সরকার। এই উদ্যোগের মাধ্যমে চিহ্নিত করা হবে পাঁচ থেকে চোদ্দ বছর বয়সী ক্রীড়াপ্রতিভাদের। এর উদ্দেশ্য হলো রাজ্যের ক্রীড়া ব্যবস্থাকে আরো বেশি উন্নত করা”।

তিনি আরো জানান,” গুরু গোবিন্দ সিং স্পোট কলেজকে খেলাধুলার উৎকর্ষ কেন্দ্র হিসেবে গণ্য করার ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। পাশাপাশি তরুণ-তরুণীদের স্পোর্টস ম্যানেজমেন্ট ক্রীড়া সাংবাদিকতা ক্রিকেটার অ্যানালিটিক্সের মতো বিষয়ে কোর্স করার সুযোগ চালু করা হবে। এর পাশাপাশি বেছে নেওয়া হবে কুড়িজন সেরা অ্যাথালেটিক যাদের পাঠানো হবে রাজ্যস্তরে এবং জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য।

আরো পড়ুন: বৃষ্টিতে ভি’জ’বে দেশের ১৪ রাজ্য, জা’রি অ্যা’লা’র্ট! কে’ম’ন থাকবে শহর কলকাতার আবহাওয়া?

থাকবে আলাদা আলাদা কোচিং সেন্টার, যেগুলোতে খেলাধুলার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও তৈরি করা হবে ক্রিয়া অ্যাকাডেমি, যেখানে বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক স্তরে ক্রীড়াবিদদের নিজেও জমি দেওয়া হবে উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে।

অ্যাকাডেমিক ভারতের রাজ্যের খেলোয়াড় দের সংখ্যা থাকবে ৫০%। এমনকি আগামী দিনে তরুণ-তরুণীদের উৎসাহ করার জন্য সোশ্যাল মিডিয়ায় পড়বে যোগী সরকার। রাজ্যের ক্রীড়া উন্নয়ন তহবিলের ইতিমধ্যেই সরকারের তরফ থেকে দেওয়া হবে ১০০ কোটি টাকা এবং বিভিন্ন স্কুলগুলিতে বাধ্যতামূলক করা হবে যোগাসন।