সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নিউজিল্যান্ডে অনলাইনে বি’ক্রি হ’চ্ছে “খাটিয়া”, মূল্য মা’ত্র ৪১ হাজার টা’কা!

বর্তমানে কোনো কিছু কেনাকাটা করার থাকলে অনলাইন শপিং মানুষের এক অন্যতম গুরুত্বপূর্ণ শপিংয়ের প্লাটফর্ম হয়ে উঠেছে। অনলাইন বিপননী সংস্থাগুলি বিভিন্ন ধরনের প্রোডাক্ট অফার প্রাইসে তাদের গ্রাহকদের বিক্রি করে। ফলে বাড়ি থেকে না বেরিয়ে অত্যন্ত কম খরচে জিনিসপত্র কেনাকাটা করার জন্য অনলাইন প্ল্যাটফর্ম বেছে নেন অনেকেই। তবে নিউজিল্যান্ডের একটি সংস্থা সম্প্রতি এমন এক ব্যবসা শুরু করেছে যেখানে ভারতের বেশ কিছু আসবাবপত্র আসল দামের তুলনায় বেশ কয়েক গুণ বাড়িয়ে বিক্রি করছে তারা।

এই যেমন সম্প্রতি নিউজিল্যান্ডের ওই অনলাইন বিপননী সংস্থা একটি খাটিয়ার দাম ধার্য করেছে ৮০০ নিউজিল্যান্ড ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪১ হাজার টাকা! সাধারণত এমন খাটিয়া ভারতের বাজারে কিনতে গেলে বড়জোর ১০০০ টাকা দাম পড়ে। সেই জায়গায় অনলাইন এই সংস্থাটি যে দাম বেশ চড়িয়েই তাদের গ্রাহকদের কাছে বিক্রি করছে, তা নেটিজেনদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে।

https://www.facebook.com/annabellesstore/posts/1668204426702538

ওই বিপণনী সংস্থার নাম অ্যানাবেলা। সংস্থাটি ভারতের এই বিশেষ খাটিয়ার নাম রেখেছে ভিনটেজ ইন্ডিয়ান ডে বেড। সাধারণত ভারতের শহরগুলিতে এখন আর খাটিয়ার চল নেই। গ্রামের দিকে এখনও খাটিয়ার প্রচলন রয়েছে। শহরের মানুষেরা হয়তো খাটিয়ার নামটুকুও শোনেননি। এহেন ভারতীয় খাটিয়া বিদেশের মাটিতে এত চড়া দামে বিক্রি হচ্ছে দেখে অবাক হয়েছেন নেটিজেন।

নিউজিল্যান্ডের ওই দোকানটি এই আসবাপত্রগুলিকে অরিজিনাল এবং অনন্য ক্যাটাগরিতে ফেলেছে। তাদের দাবি চীন, ইন্দোনেশিয়া এবং ভারত সফরে গিয়ে এই আসবাবপত্র সংগ্রহ করেছে তারা। কাপবোর্ড, শেলফ, আলমারিও বিক্রি করে তারা। ভারতে ব্যবহৃত পুরনো আসবাবপত্রগুলি চড়া দামে বিক্রি হচ্ছে নিউজিল্যান্ডে। এই দাম ভারতীয় দামের তুলনায় কয়েক হাজার গুণ বেশি!