সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রবিবার এই কাজগুলো থেকে নিজেকে দূ’রে রাখুন, পড়তে পারেন সূর্য দেবতার রো’ষে!

হিন্দু ধর্মশাস্ত্রে উল্লেখ রয়েছে রবিবার সূর্যদেবের দিন। দুই প্রধান দেবার পুজো করা হয় রবিবার। এই দিনটি সূর্যের স্তব করে কাটানো উচিৎ। এই বিশেষ দিনটিতে হরির পুজোও করা হয়।

তাই এই দিন সূর্যদেব অপ্রসন্ন হওয়ার মতো কোনও কাজ করা উচিৎ নয়। আর সেই সাথে নিষ্ঠা ভরে হরি পুজোও করতে হবে। তাই জ্যোতিষশাস্ত্র মতে রবিবার কিছু কাজ করা একেবারেই উচিত নয়।

কাজগুলি হলঃ

নুন খাবেন না –
জ্যোতিষ অনুসারে রবিবার নুন খাওয়া ঠিক নয়। কারণ এই দিন নুন খেলে নাকি কাজে বাধা তৈরি হয় বলে বিশ্বাস রয়েছে। আর সেই সাথে স্বাস্থ্যের ওপর কুপ্রভাব পড়ে।

আরো পড়ুন: নদীতে ধ’রা পড়লো ১৮০ কেজি ওজনের বি’রা’ট মাছ! রইলো ভিডিও

পশ্চিমদিকে ভ্রমণ করবেন না-
রবিবার ছুটির দিন বলে অনেকেই বেড়াতে যান। কিন্তু এই দিনটিতে প্রয়োজন ছাড়া পশ্চিম দিকে ভ্রমণ করবেন না। রবিবার বাড়ি থেকে বার হওয়ার আগে অবশ্যই কিছু খেয়ে বের হবেন।

কালো কাপড় পরবেন না-
জ্যোতিষ শাস্ত্র মতে রবিবার কখনই কালো পোশাক পরবেন না। নীল রঙও এড়িয়ে চলা শ্রেয়। রবিবার তামা বা সূর্যের সঙ্গে যুক্ত কোনও জিনিস বিক্রিও করবেন না।

চুল কাটবেন না-
রবিবার ছুটির দিন হওয়ায় অনেকেই চুল কাটেন। কিন্তু জ্যোতিষ অনুসারে এই দিনটিতে চুল কাটা ঠিক নয়। রবিবার চুল কাটলে সূর্য গ্রহ দুর্বল হয়ে যায়। যা আপনাকে দরিদ্র করে দিতে পারে।

জীবনে সুখ-সমৃদ্ধি, অর্থলাভ, প্রিয়জনের সঙ্গে দৃঢ়় সম্পর্ক কে চায় না বলুন তো! আর সেসব পেতে হলে রবিবার অবশ্যই এই কাজগুলি করা উচিত।

আরো পড়ুন: ছেলে এখন সুপারস্টার, ত’বে এখনো বাস চালিয়ে আ’য় করেন যশের বাবা

অন্যান্য দিনের মতো নিয়ম মেনে এই দিনও লক্ষ্মীপুজো করবেন এবং দেবীকে ভোগ হিসেবে শুকনো নারকেলের বরফি দিতে পারেন। সপ্তাহের শেষের দিনে কোনো মন্দির বা ধর্মস্থানে গেলে সুগন্ধি দান করতে পারেন।

দীর্ঘ দিন যদি ধরে রোগে ভোগেন তাহলে রবিবার আলু সেদ্ধ করে তার খোসা ছাড়িয়ে গরুকে খাওয়াতে পারেন। গোমাতার আশীর্বাদ পাবেন। বাড়ি থেকে কুদৃষ্টি বা কুনজর কাটাতে হলে একটি কর্পূর ও ছটি লবঙ্গ একসঙ্গে পুড়িয়ে ফেলুন।

রবিবার অবশ্যই সূর্যদেবতার মন্ত্র ১০৮ বার জপ করুন। রবিবার ছুটির দিন বলে এই কাজগুলি করতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এগুলির সঙ্গে জ্যোতিষ যোগ না থাকলেও এগুলি সবই প্রচলিত প্রথা বা রীতি নীতি। তাই মনে বিশ্বাস নিয়ে এই কাজগুলো করতে পারলে ফল নিশ্চয়ই পাবেন।