সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জীবনের শে’ষ সময়েও কা’জ করতে চেয়েছিলেন, হতে চাননি দয়ার পা’ত্র, ক’ষ্ট বু’কে নিয়েই চ’লে যা’ন কেদার খান

মানুষের জীবনের সবকিছু চাওয়া পাওয়া গুলো পূরণ হয় না ঠিক যেমন আমাদের অর্থাৎ সাধারণ মানুষের হয়না,তেমনি যে এত বড় অভিনেতাদের জীবনেও এমন না পাওয়া থাকতে পারে তা জেনেও অবাক হতে হয়।তেমনি বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা যিনি সারাটা জীবন হয়তো পার্শ্বচরিত্রে অভিনয় করে গেছেন, কিন্তু তার অভিনয় দক্ষতার কাছে আজও আমরা সসম্মানে মাথা নত করি। তিনি আর কেউ নন কাদের খান, তাঁরও জীবনের শেষ কিছু ইচ্ছা আজ অপূর্ণ রয়ে গেছে। তাঁকে সেই অপূর্ণতা নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছিল, আমাদের অনেকেরই বদ্ধমূল ধারণা আছে অর্থের অভাবে জীবনে না পাওয়া থাকতে পারে। অর্থকে আমরা জীবনে বড় করে দেখি, কিন্তু অর্থ ছাড়াও জীবনে মানুষের এমন কিছু চাওয়া পাওয়া থাকে যার অভাবেও মানুষের আক্ষেপ থাকে।

Kader Khan: Veteran Bollywood actor Kader Khan passes away at 81 - The  Economic Times

টাকা দিয়ে যে সমস্ত কিছু কেনা যায় না, জীবনে চলার পথে টাকা জীবনে একটি অপরিহার্য অঙ্গ বলা যেতে পারে কিন্তু সবটুকু নয়, তেমনই ঘটেছে কাদের খানের সাথে। তিনি তাঁর মৃত্যুর আগে তাঁর কিছু সহ অভিনেতা অভিনেত্রীর সঙ্গে শেষবারের মতো দেখা করতে চেয়েছিলেন। কিন্তু তাঁর সেই ইচ্ছা সম্মান রাখতে পারেননি কেউই , সবাই এতোটাই তাদের জীবনে ব্যস্ত ছিলেন যে সময় করে উঠতে পারেননি। অথচ এই অভিনেতাই শিখিয়েছিল মানুষকে কিভাবে অনাবিল আনন্দ দিতে হয়।

Remembering Kader Khan: Looking Back at Some of The Latest Pics of The Late  Veteran Actor With His Sons | India.com

মানুষের মনোরঞ্জন কিভাবে করতে হয়, যদিও তিনি সারাজীবন পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন কিন্তু তাঁর অভিনয় সত্তা মানুষের জীবনে নজর কেড়েছিল। তিনি প্রায় ৩০০ বেশি সিনেমায় অভিনয় করেছেন, তাঁর মধ্যে ২০০ টিরও বেশী সিনেমাতে তাঁর নিজস্ব ডায়লগ আছে, তিনি তাঁর নিজের মতো করে তৈরি করতেন এবং সেই ডায়ালগে মানুষ যথেষ্ট আনন্দিত হত।

Kader Khan lost films for not calling Amitabh Bachchan 'Sir Ji'? | Hindi  Movie News - Bollywood - Times of India

সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে, তার সহ-অভিনেতা গোবিন্দাকে তিনি কীভাবে সাহায্য করতেন। একবার অমিতাভ বচ্চনকে “স্যারজি” না বলায় সিনেমা থেকে বাদ পড়তে হয়েছে তাঁকে। জীবনের নানান ঘটনা তিনি সংবাদমাধ্যমকে বলেছিলেন, এমনকি তাঁর ছেলেও সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন বাবার সাথে হওয়া নানান দুর্ব্যবহারের কথা।

Kader Khan: The comedian who once taught civil engineering

বলিউড তার বাবাকে কোনদিনই সম্মান দেয়নি সেভাবে, আমরা সচরাচর গ্ল্যামার জগতের বাইরে রূপটিকে দেখে যথেষ্ট উত্তেজিত হই, কিন্তু ভিতরে যে কতটা অপদস্ত হতে হয় সে অভিজ্ঞতা যারা এই গ্ল্যামার জগতে আছেন তারাই অনুভব করতে পারেন।