সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মা’ত্র কয়েক ঘন্টা! এখন রিচার্জ না করলে ২৫ শতাংশ বেশি টা’কা গু’ন’তে হবে

এয়ারটেলে এখনই করে নিন রিচার্জ, নাহলে দিতে হবে ২৫ % বেশি টাকা। এয়ারটেল গ্রাহকদের ২৬ শে নভেম্বর থেকেই প্রায় ২৫ শতাংশ খরচ বাড়তে চলেছে। এই সংস্থা সোমবার এমনই এক বিবৃতি জারি করেছে। এবার থেকে ফোন রিচার্জে বাড়তে পারে কিছু খরচ। যার ফলে কিছুটা হলেও সমস্যায় পড়তে পারে গ্রাহকরা। রিচার্জ প্রতি মাসে বাড়তে পারে প্রায় ২০ টাকা।

তবে, আপনি যদি আজই আপনার প্ল্যান রিচার্জ করিয়ে রাখেন, সেক্ষেত্রে পরবর্তী মাসেই আপনাকে অতিরিক্ত ২০ টাকা দিতে হবে না। আবার আপনি যদি আজই আগামী এক বছরের রিচার্জ করে রাখেন, সেক্ষেত্রে পূর্বের দামেই পেয়ে যাবেন আপনার রিচার্জ প্ল্যান। দিতে হবে না কোন অতিরিক্ত অর্থ।’

তবে এই কয়েক ঘণ্টার মধ্যে আজই রিচার্জ করে নিলে, পুরনো প্ল্যানই বহাল থাকছে। আগামীকাল থেকেই বেড়ে যাচ্ছে রিচার্জ প্ল্যানের খরচ। তবে আপনি হয়ত ভাবতেই পারেন, রিচার্জ শেষ হওয়ার আগে রিচার্জ করে রাখলে, সেটা কিভাবে কবে থেকে চালু হবে? কিংবা আগের রিচার্জের যে কটা দিন বাকি রয়েছে, সেই টাকাটা নষ্ট হবে কিনা?। এক্ষেত্রে চিন্তার কোন কারণই নেই। আপনি যদি আজ রিচার্জ করে রাখেন, তাহলে পুরনো দামেই আপনার নিজের প্ল্যান পেয়ে যাবেন।