সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Jio: ১১৯ টা’কা’র সবথেকে সস্তা প্ল্যা’ন, মি’ল’বে ফ্রি SMS, জেনে নিন গ্রাহকরা

কিছুদিন আগে এর কাছে জিও অভিযোগ করেছিল, এয়ারটেল এবং ভোডাফোন কম রিচার্জ করলে দিচ্ছে না এসএমএস। এই নিয়ে ট্রাই নির্দেশ দিলেন যে সমস্ত বেসরকারি টেলিকম সংস্থাগুলিকে সর্বনিম্ন রিচার্জ প্ল্যান গুলো দিতে হবে এসএমএস করার সুযোগ সুবিধা। এবার রিলায়েন্স জিও এয়ারটেল এবং ভোডাফোনের পাশাপাশি নিয়ে এলো আরো একটি রিচার্জ প্ল্যান যা শুনলে আপনিও খুশি হয়ে যাবেন।

প্রথমেই কথা বলব রিলায়েন্স জিওর। ১১৯ টাকার বিনিময়তে আপনি পেয়ে যাবেন মোট দেড় জিবি নেট। যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল এবং ৩০০ টি এস এম এস করার সুযোগ সুবিধা। এই প্ল্যানের বৈধতা থাকবে ১৪ দিন।

বর্তমানে আমরা হোয়াটসঅ্যাপের যুগে অনেকেই এসএমএস করি না কিন্তু তার পরেও কিছু সময় এসএমএসের সুযোগ সুবিধা আমাদের দরকার হয়। গ্যাস বুকিং হোক অথবা যেকোনো সরকারি ব্যাংকিং কাজকর্ম সর্বক্ষেত্রে এসএমএসের সুযোগ সুবিধা আমাদের প্রয়োজন হয়। তাই এয়ারটেল জিও এবং ভোডাফোন তিনটি বেসরকারি সংস্থায় নিয়ে এলো সর্বনিম্ন প্ল্যানের মধ্যে এসএমএস করার সুযোগ সুবিধা।

প্রসঙ্গত, এতদিন সবথেকে কম রিচার্জের বদলে এসএমএস করার সুযোগ সুবিধা দিচ্ছিল না এয়ারটেল এবং ভোডাফোন। ফলে কোন সময়ে জরুরী দরকার হলে এসএমএস করার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন গ্রাহকরা। সম্প্রতি ট্রাইয়ের নির্দেশে এবার প্রত্যেক বেসরকারি টেলিকম সংস্থার গুলি সস্তার প্ল্যানের সঙ্গে দেবে এসএমএস করার সুযোগ সুবিধা।