সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সা’রা জীবনের জন্য চীনের রাষ্ট্রপতি হ’তে চলেছেন জিনপিং! দেশের হিরো হি’সে’বে সম্মানিত হচ্ছেন

খুব শীঘ্রই তৃতীয় কার্যকালের জন্য মনোনীত হতে চলেছেন চীনের রাষ্ট্রপতি। এটি গুরুত্বপূর্ণ সম্মেলন করে কমিউনিস্ট পার্টির এই ঘোষণা করবেন। বেজিংয়ে চলতে থাকা একটি উচ্চস্থানীয় বৈঠকে দলের ১০০ বছরের ইতিহাস নিয়ে পুনঃ মূল্যায়ন করা একটি সংকল্প জারি করা হবে। এই বৈঠক চলবে আগামী ১১ নভেম্বর পর্যন্ত।এরপর শি জিনপিং মাও ৎসে-তুং (Mao Zedong) আর দেং জিয়াওপিং-র পর চীনের এক যুগান্তকারী নেতা ঘোষিত হবেন।

এক চীনা ইতিহাসবিদদের মতে, চীনের বর্তমান রাষ্ট্রপতির মত আর কোন নেতা চীনের ইতিহাসে জায়গা করে নিতে পারেননি। ৬৮ বছর বয়সী এই রাষ্ট্রপতিকে চীনের সবথেকে বড় নেতা হিসেবে মনোনীত করা হয়েছে। দেশে দুর্নীতি এবং দারিদ্র্য তার বিরুদ্ধে কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি। চীনের শক্তি বিষয়ে সকলের সামনে তুলে ধরে চীনের মানুষের কাছে দেশনায়ক হয়েছেন তিনি।

জিনপিংকে যুগান্তকারী নেতা ঘোষণা করা হলে কোন ব্যক্তি তার বিরুদ্ধে কথা বলতে পারবেন না। কোন ব্যক্তি যদি রাস্ট্রপতির বিরুদ্ধে কথা বলেন তাহলে সব থেকে বড় অপরাধের মধ্যে গণ্য করা হবে। চীনের রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা সমস্ত আওয়াজকে নিয়ন্ত্রণ করে দেখা হবে। যুগান্তকারী এই ঘোষণা করার আগে থেকেই চীনা কমিউনিস্ট পার্টির মুখপত্র পিপলস্ ডেলি তে রাষ্ট্রপতিকে দেশের হিরো বলে সম্মানিত করার কাজ শুরু হয়ে গেছে।

জিনপিংয়ের পূর্বে চীনের সমস্ত রাষ্ট্রপতি পাঁচ বছর দেশ শাসন করতে পেরেছেন। জিনপিং প্রথম রাষ্ট্রপতি যিনি তৃতীয় কার্যকালের জন্য মনোনীত হয়েছেন।