সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চীনের দিকে মি’সা’ই’ল তা’ক করে রে’খে’ছে জাপান! প্র’ব’ল চা’পে জিংপিং সরকার

চীনের কারণে রীতিমতো অতিষ্ট ভারত সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলিও। এই পরিপ্রেক্ষিতে জাপান, তাইওয়ান ও চীন প্রসঙ্গে বড়ো খবর সামনে আসছে। জাপানের সরকার ঘোষণা করেছে যে তারা মিসাইল মোতায়েন করতে চলেছে চীনকে টার্গেট করে। জাপানের এরূপ পদক্ষেপের অন্যতম কারণ হল তাইওয়ানকে বাঁচানো। চীন বারংবার নিজের আগ্রাসন নীতির প্রভাব খাটিয়ে তাইওয়ানের জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। অন্যদিকে জাপানের স্পষ্ট বক্তব্য যদি তাইওয়ানে কোনো হামলা হয়, সেটা জাপান নিজের উপর হামলা বলে গণ্য করবে।

ইসিকাকি আইল্যান্ডে জাপান মিসাইল ও সেনা মোতায়েন করবে। সূত্রের খবর, চীন থেকে মাত্র ৫০০ কিমি দূরে মিসাইল মোতায়েন করা হবে ।যদি চীন কোনোভাবে তাইওয়ানের উপর হামলা করে তাহলে জাপানও কিন্তু লড়াইয়ে নামতে একমুহূর্ত পিছুপা হবেনা।

এর আগে ভারত তিব্বত কার্ড খেলে চীনকে বেশ বিপদে ফেলেছিল। তার পর পরই আমেরিকার বিদেশমন্ত্রী ভারত সফরে এসেছিলেন। ভারতে এসে তিনি দলাইলামার প্রতিনিধির সাথে বৈঠক করেন। যার ফলে তিব্বত কার্ড আরো জ্বলন্ত হয়।

আবার এমন কথাও শোনা যাচ্ছে যদি জাপানের উপর কোনো হামলা হয় তবে সেটাকে আমেরিকা নিজের উপর হামলা বলে গণ্য করবে। এমনিতেই আমেরিকা ও ব্রিটেনের যুদ্ধ জাহাজ দক্ষিণ চীন সাগরে ঢুকে বসে রয়েছে। ফলস্বরূপ চীন সমুদ্রে রীতিমতো কোনঠাসা হয়ে পড়েছে। অর্থাৎ পুরো পরিকল্পনা করে চীনকে ঘিরে ফেলা হচ্ছে। সবাই একজোট হয়ে চীনের বিরুদ্ধে নেমে পড়েছে, তাও আবার যথেষ্ট প্রস্তুতি নিয়ে।