সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাজনীতিতে না এলেই ভা’লো হতো, এই দিন দেখতে হতো না! আ’ক্ষে’পে’র সু’র পার্থর গলায়

এস এস সি কাণ্ডে টাকা নিয়ে দুর্নীতি করার অভিযোগে গ্রেফতার হন প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। বেশ কয়েকদিন ইডি হেফাজতে থাকার পর তাদেরকে নিয়ে যাওয়া হয় ব্যাঙ্কশাল আদালতে।

সেখানে বিচারপতি তাদের আরো ১৪ দিনের জেল হেফাজত দেন। তাই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে ও অর্পিতা চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় আলিপুর মহিলা সংশোধনাগারে আদালতের নির্দেশ অনুসারে।

তাঁদের আইনজীবী তাদের জামিনের আবেদন করলেও সেই আবেদন গ্রাহ্য হয়না। খারিজ করে দেওয়া হয়। আরো ১৪দিনের জেল হেফাজত দেওয়া হয় তাদের। প্রাক্তন মহাসচিবকে প্রেসিডেন্সি জেলে কাটাতে হচ্ছে রাত।

আরো পড়ুন: এই তারিখ গুলিতে জন্মানো মানুষদের উপর কৃ’পা ব’জা’য় রে’খে চলেন শনি মহারাজ

সেখানে নেই কোনো বিলাসবহূল ব্যাবস্থা না আছে এসি, অত্যন্ত কষ্টের মধ্যে তাঁর দিনগুলো কাটছে। খাবার যা দেওয়া হচ্ছে মুখে রুচ্চে না তার। এই পরিস্থিতিতে নাজেহাল হয়ে পড়েছেন পার্থ বাবু। শুক্রবার রাতে আক্ষেপ করেছেন তিনি বলে জানা যায়।

জেলের অন্দরের এক কর্মীর কাছে আক্ষেপ করেন তিনি। বলেন – ” কেন যে বেসরকারি সংস্থার উচ্চপদের চাকরি ছেড়ে রাজনীতিতে এলাম! হয়তো রাজনীতিতে না এলে এই দিন দেখতে হতো না । ” যখন তিনি মন্ত্রিত্বের আসনে ছিলেন, তাঁর জীবন ছিল অত্যন্ত বিলাসবহূল, গাড়ি, বাড়ি, অর্থ, ক্ষমতা কি ছিল না তাঁর।

জানা যায় প্রতিদিন ৮হাজার টাকার ফল আসতো শুধু তাঁর ফ্ল্যাটে। সেই জায়গায় জেলের ঘুপচি জায়গায় তাঁর খুব অসুবিধে হচ্ছে বলে জানা যায়। ঘুম আসেনি তাঁর। এমত অবস্থায় তাঁর মুখ থেকে বলতে শোনা যায় ‘ এখানে থাকবো কি করে ‘।

প্রসঙ্গত উল্লেখ্য, জামিন এর আবেদন খারিজ হয়ে যাওয়ায় থাকতে হবে জেল হেফাজতেই পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে আরো ১৪দিন। আগামী ১৮ই আগস্ট অবধি জেলেই থাকবেন তাঁরা।