সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভো’ল ব’দ’ল রামিজ রাজার! “ভারত না থাকলে প’থে বসতে হতো”

পাকিস্তান ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের একটি ম্যাচ হওয়ার কথা ছিল কিন্তু হঠাৎই নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড পাকিস্তান সফর বাতিল করার ফলে পাক প্রশাসন সহ ক্রিকেটপ্রেমীরা এখন হতাশ। অন্যদিকে এমনই একটি সময়ে পাকিস্তানের চেয়ারম্যান রমিজ রাজা ভারতের পাশে থেকে ভারতের সম্পর্কে মন্তব্য করায় চর্চার মুখে পড়েছেন তিনি। ভারত আইসিসিতে ৯০% ফান্ডিং দেন কিন্তু অন্যদিকে পাকিস্তানের ফান্ডিং ০%। নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডকে চরমভাবে কটাক্ষ করেছেন রমিজ রাজা। আন্ত প্রাদেশিক অর্ডিনেশন সিনেটরের একটি স্থায়ী কমিটির সাথে রমিজ রাজা বৈঠক করেন এবং যেখানে তিনি বলেন, “পিসিবির থেকে আইসিসিতে যে ফান্ডিং দেওয়া হয় তার ব্যাপারে পিসিবিকে আরও শক্তিশালী হতে হবে।

আইসিসির ৫৯ শতাংশ দিয়েই পাকিস্তানের ক্রিকেট বোর্ড পরিচালিত হয়, ৯০% ফান্ড আইসিসিতে ভারত দেয়, এখন ভয়ের ব্যাপার যদি ভারত আইসিসিতে টাকা দেওয়া বন্ধ করে দেয় তাহলে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের একেবারেই নিঃশেষ হয়ে যাবে।  পাকিস্তানের ক্রিকেট বোর্ডকে শক্তিশালী করার জন্য আমি চেষ্টা করব, কারণ এই ব্যাপারে আমি প্রতিশ্রুতি বদ্ধ। পাকিস্তানের ক্রিকেট বোর্ড যখন আর্থিকভাবে শক্তিশালী হবে সেই সময় ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মতো কোনো দেশই পাকিস্তান সফরে আস্তে বিরোধ করবে না”।

রমিজ রাজা আরো বলেন, “যদি বর্তমানে পাকিস্তানের অর্থনীতি এবং ক্রিকেট জগত শক্তিশালী হত তবে এই রকমভাবে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড কখনোই তাদের এ সিদ্ধান্ত বাতিল করত না। পাকিস্তানের ঘরোয়া খেলোয়াড়দের বেতন ১ লক্ষ টাকা বর্তমানে বাড়িয়ে দেওয়া হয়েছে কারণ, আমরা চাই যে বছরে আমাদের দেশের খেলোয়াড়রা ৪০ লাখ টাকা অর্জন করতে পারে। আপাতত পিসিবি স্পন্সার খোঁজার চেষ্টাতেই রয়েছে”। ক্রিকবাজকে দেওয়া একটি সাক্ষাৎকারে রমিজ রাজা বলেন, “এতদিন পর্যন্ত আমাদের লক্ষ্য ছিল শুধুমাত্র ভারত কিন্তু এখন নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মতো দেশও আমাদের নজরে থাকলো কারণ তারা পাকিস্তানের এই সফরটি বাতিল করে দিয়ে ভালো কাজ করেননি। এর প্রতিশোধ আমরা অবশ্যই মাঠে নেব, এই রকম একটি ঘটনা আমাদের জন্য একটি শিক্ষা। ভবিষ্যতে আমাদের যেটুকু স্বার্থের জন্য করতে হবে সেটুকুই আমরা করব”।