সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শুভেন্দুর দলত্যাগের বর্ষপূর্তি, খু’শি তৃণমূলীরা, ক’টা’ক্ষ ক’র’তে ছাড়লেন না বিজেপি নেতা

রবিবার শুভেন্দু অধিকারী তৃণমূল ত্যাগের বর্ষপূর্তি হলো। সে উপলক্ষে কাঁথিতে শুভেন্দু বাড়ির কাছে উচ্ছ্বাস দিবস এবং সংহতি পদযাত্রা পালন করলো তৃণমূল। দল থেকে শুভেন্দু চলে যাওয়াতে কার্যত রীতিমতো উৎসব পালন করলেন তৃণমূল কর্মীরা। চললো মিষ্টি মুখের পালা। এই অনুষ্ঠানকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর অভিযোগ বাড়ির সামনে মাইক বাজিয়ে তৃণমূল শান্তি বিঘ্নিত করেছে। শুভেন্দুর অভিযোগ খারিজ করে দিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ টুইট বার্তায় পাল্টা জবাব দিয়েছেন। শুভেন্দু এবং কুণালের টুইট যুদ্ধে কার্যত উত্তপ্ত হয়ে রইলো সোশ্যাল মিডিয়া।

শুভেন্দু অধিকারী অভিযোগ প্রকাশ করে লেখেন গতকাল পুলিশ দিয়েও কোনো লাভ হয়নি। বাড়ির সামনে সমানে লাউডস্পিকারে গান-বাজানো হচ্ছিল। তৃণমূলের এই অপসংস্কৃতি দিকে বাংলার মানুষের নজর থাকা উচিত। তবে শুভেন্দুর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দিয়ে কুনাল ঘোষ বলেন, শুভেন্দু মিথ্যে কথা বলছেন। কাঁথিতে ওর বাড়িতে কারো সঙ্গে অন্যায় আচরণ করা হয়নি। রাজনৈতিক কর্মসূচি পালন করা হয়েছে।

কুনাল ঘোষ এই সম্পর্কে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেন রাজনৈতিক জন্মদাত্রীকে কুকথা বলে বেড়ান শুভেন্দু অধিকারী। 2013 সালে কুনাল ঘোষ গ্রেপ্তার হওয়ার পর তার ক্যান্সার আক্রান্ত মায়ের সামনে বাড়ির কাছে মাইক বাজিয়েছিলেন শুভেন্দু। ক্ষোভ উগরে দিলেন কুনাল ঘোষ।