সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৫০০ টনের স্পেস স্টেশন পৃথিবীতে আ’ছ’ড়ে পড়বে! এবার মহাকাশে যু’দ্ধ টে’নে নিলো রাশিয়া

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ এখনো থামেনি। রাশিয়া এবার সমতলের যুদ্ধকে এ বার কার্যতই মহাকাশে টেনে নিয়ে যাওয়ার পথে । ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করায়, তাদের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার বোঝা চাপিয়েছে আমেরিকা-সহ একাধিক দেশ। তাতে এ বার পাল্টা মারের প্রস্তুতি নিচ্ছেন ভ্লাদিমির পুতিন।

পুতিনের সরকার মাটিতে নয়, আন্তর্জাতিক স্পেস স্টেশন আছড়ে ফেলার হুঁশিয়ারি দিল। তবে ইচ্ছাকৃত ভাবে নয়, বরং জানিয়েছে যে, নিষেধাজ্ঞার চাপে স্পেস স্টেশনের কার্য পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

তার জেরে রুশ যানটি ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে স্থলে-জলে যেখানেই হোক না কেন, পৃথিবীর বুকে ৫০০ টনের কাঠামো আছড়ে পড়লে তাদের কোনও দায় থাকবে না।

আরো পড়ুন: আপনার কি বৃহস্পতি দু’র্ব’ল? ম”জবু’ত করতে যা যা করবেন

রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমোসের প্রধান দিমিত্রি রোগোজিন জানিয়েছেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক স্পেস স্টেশনে রুশ যানটির পরিচালনাকার্য বিঘ্নিত হতে পারে।

তাতে রাশিয়ার অংশটুকু, যা কি না গোটা স্পেস স্টেশনের কক্ষপথ নির্ধারণ করে, তা ক্ষতিগ্রস্ত হতে পারে। তেমন হলে ৫০০ টনের ওই কাঠামো পৃথিবীর যে কোনও অংশে, সমুদ্র অথবা সমতলে ভেঙে পড়তে পারে এবং তাতে তাদের কোনও দায় থাকবে না।