সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই তারিখ গুলিতে জন্মানো মানুষদের উপর কৃ’পা ব’জা’য় রে’খে চলেন শনি মহারাজ

শনি দেব কে কর্মফল দাতা বলা হয়ে থাকে। ইনি ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে সব সময়ে থাকেন। অন্যের ক্ষতি করলে শনিদেব রুষ্ঠ হন তাই সবাই এই দেবতাকে সমীহ করে চলে। যাতে তার বক্র দৃষ্টি না পরে সেই ভয়ে থাকে। তবে জানা যায়, সংখ্যা তত্ত্ব অনুযায়ী ১ থেকে ৯ মূলঙ্কের মধ্যে থাকে জন্ম তারিখ।

প্রতিটি মূলংকের সংখ্যার আলাদা আলাদা অধিপতি গ্রহ থাকে। আর যে যার মূলাংকের উপর নির্ভর করে তার ব্যক্তিত্ব, স্বভাব।
৮ মূলঙ্কের অধিপতি হলেন শনিদেব। কিভাবে সঠিক মূলঙ্ক নির্ধারণ করা যায়? কারো জন্ম যদি ২২ তারিখ হয় তাহলে তার মূলঙ্ক হবে ৪। অর্থাৎ (২+২)=৪।

তেমনি ৮ মূলঙ্ক হয় ৮,১৭, ও ২৬ তারিখে যারা জন্মগ্রহণ করেছেন তাদের। এই ৮ মূলঙ্ক হলো শনিদেবের আধিপত্যের সংখ্যা। যাদের এই সংখ্যা জন্ম তারিখ অনুযায়ী মূলঙ্ক হয় তাদের উপর এই দেবতার কৃপা দৃষ্টি থাকে। ৮ মূলঙ্কের ব্যাক্তিদের যা বৈশিষ্ট্য থাকে টা হলো:

আরো পড়ুন: বইবে ৬০ কিমি বেগে হাওয়া, বি’রা’ট বৃষ্টির সম্ভাবনা কলকাতা জু’ড়ে

এক. এরা শান্ত প্রকৃতির হয়। নিজেদের মধ্যেই থাকতে ভালোবাসে। কাজ কর্মে খুব মনোযোগী হয়। যে কাজে মন দেয় ধীরে ধীরে হলেও সাফল্য আসে।

দুই. এই মূলঙ্কের জাতক রা খুব জেদী প্রকৃতির হয়। যখন যেটা ঠিক করেন সেটা করেই ছাড়েন। এদের কাজের নিষ্ঠার জন্য শনি দেব সদয় থাকেন এদের ওপর।

তিন. এরা খুব গোপনীয়তা বজায় রাখতে ভালোবাসেন। তারা কি ভাবনা চিন্তা করছেন বাইরের লোকেরা সহজে বুঝতে পারে না।

চার. এই ব্যাক্তিরা নির্মাণ জাতীয় কাজে সাফল্য পান। কঠোর পরিশ্রম করলে দেবতা সব সময় এনাদের পাশে থাকেন।

পাঁচ. এনাদের বন্ধু বান্ধব খুব সীমিত থাকে। নারী শক্তি থাকে সর্বাধিক।

ছয়. এই ৮ মূলঙ্কের ব্যাক্তিরা নিজেদের উপর বিশ্বাস রাখেন। কঠোর পরিশ্রম করে সাফল্য অর্জন করতেই বিশ্বাসী। তাই তাদের কেউ ঠকাতে পারে না। ভগবান শনিদেব সব সময় তাদের মাথার উপর বিরাজ করেন।