সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভা’বা যায়! ৮১ টি অনলাইন কোর্সের সার্টিফিকেট মা’ত্র একদিনেই, ইতিহাস গড়লেন রেহনা

আজকের প্রতিবেদনে আপনাদের জন্য রয়েছে কেরলের ২৫ বছরের এক তরুণী রেহনা শাহজাহানের অত্যাশ্চর্য ঘটনা। তার জীবনে এমন এক সময় এসেছিল যখন মাত্র আধ নম্বরের জন্য তিনি জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে এম কম নিয়ে ভর্তি হতে পারেননি। কিন্তু তাতে কোনোভাবেই হার মানার পাত্রী নন ওই তরুণী। তাই এক দিনে বিভিন্ন অনলাইন কোর্সের ৮১টি সার্টিফিকেট এক সঙ্গে পেয়ে তিনা নজির গড়ে তুলেছেন।

জামিয়া মিলিয়ায় সুযোগ পাওয়া থেকে ব্যর্থ হয়ে অনলাইনে দু’টি স্নাতকোত্তর পাঠক্রমের জন্য রেহনা নিজের নাম নথিভুক্ত করেন। সেই সাথে একাধিক ডিপ্লোমা কোর্সের জন্য তিনি নাম নথিভুক্ত করেন। এর পর এমবিএ করার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন রেহনা। সিএটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান।

তত দিনে পড়াশোনা করার আরও নেশায় পড়ে এমবিএ-র পাশাপাশি বিভিন্ন বিষয়ে অনলাইন কোর্সেও ভর্তি হতে শুরু করেন রেহনা। তারই ফলস্বরূপ এক দিনে ৮১টি অনলাইন শংসাপত্র পাওয়ার রেকর্ড গড়লেন ওই তরুণী।

আরো পড়ুন: প্রধানমন্ত্রীর প্রতিদিনের হাত খরচ ক’তো? RTI-এ মিললো ত’থ্য

ওই তরুণী কোট্টায়াম জেলার ইলিকলের বাসিন্দা। তিনি বলেন, তাঁর দিদি নেহলার অনুপ্রেরণাতেই আজ এতকিছু সম্ভব হয়েছে।পড়াশোনার পাশাপাশি রেহনা নয়াদিল্লির একটি বেসরকারি নারীকল্যাণমূলক সংস্থায় কাজ করেন। এই সংস্থার কাজই হল সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠা করা।

তবে এহেন রেকর্ড গড়তে রেহনাই প্রথম নয়। এর আগে এক দিনে সর্বাধিক ৭৫টি অনলাইন সার্টিফিকেট অর্জন করে বিশ্বরেকর্ড গড়েছিলেন এক ব্যক্তি। রেহনা অবশ্য সেই রেকর্ড ভেঙে দেখিয়েছেন।