সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ISRO-র সবথেকে ছোট উপগ্রহ উৎক্ষেপণ যানের যা’ত্রা শু’রু হলো

আজাদি কা আমৃত মহোৎসব উপলক্ষে ইসরো সবচেয়ে ছোট বাণিজ্যিক স্যাটালাইট লঞ্চ করল আজ রবিবার সকাল ৯ টা ১৮ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। এটি ভারতের জন্য একটি গর্বের ও ঐতিহাসিক একটি দিক।

এই উৎক্ষেপণ নিয়ে ইসরো টুইট করে জানিয়েছেন। তারা বলেছে SSLV-D1/EOS-02 Mission স্মল স্যাটালাইট লঞ্চ ভেহিকল উৎক্ষেপণ করা হয়েছে। সমস্ত পর্যায় আশানরূপ কাজ করেছে।

তবে ডেটা লস লক্ষ্য করা যাচ্ছে সমস্ত বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। আগামীতে জানানো হবে। এদিকে আবার ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, এই স্মল স্যাট আশানরুপ কাজ করেছে।

আরো পড়ুন: রাস্তায় ছেলেদের দেখলে কেন মেয়েরা বারবার ওড়না ঠি’ক করে? জানুন কারণ

তবে মিশনের টার্মিনাল পর্যায়ের কিছু তথ্য হারিয়ে যাওয়ার খবর এসেছে সেটা আমরা ক্ষতিয়ে দেখছি। আমাদের দেশ ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্য ইসরো সর্বপ্রথম স্মল স্যাটালাইট লঞ্চ করা হয়েছে।

এই যে স্যাটালাইট সেটা কিন্তু দেশের ৭৫ টি গ্রামীণ স্কুলের ৭৫০ জন পড়ুয়া মিলে তৈরী করেছে। আগামী প্রজন্ম কে গবেষণার ওপরে উতসাহিত করে তোলার জন্যই এই পদক্ষেপ।


এই স্মল স্যাটালাইট নিয়ে এস সোমনাথ জানিয়েছেন, এই ধরনের স্যাটালাইট খুবই কম খরচে, কম সময়ে তৈরী করা যায়।স্মল স্যাট মিনি মাইক্রো, এবং ন্যানো স্যাট ৫০০ কিমির প্ল্যানার কক্ষপথে উৎক্ষেপণ করা সম্ভব।

এর আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ঐতিহাসিক কোনো পদক্ষেপ নিতে চলেছে ভারত। ভারতের বাজারে ছোট স্যাট উৎক্ষেপণ ছিল অনেক দিনের স্বপ্ন। যেটা এবার পূরণ হয়েছে।