সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পঞ্জিকা অনুযায়ী ১৫৬৩ বছর পর এপ্রিল মা’সে মহাযোগ ঘ’ট’ছে, দুর্দান্ত লা’ভ হবে এই ৪ রাশির

হিন্দু পঞ্জিকা অনুযায়ী হিন্দু নববর্ষের সূচনা হয় চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে। চলতি বছরের দোসরা এপ্রিল, শুরু হলো হিন্দু নববর্ষ। যদিও আমরা বৈশাখ মাস থেকেই নতুন বছর শুরু করি।

বাঙালি মতে 15 ই এপ্রিল থেকে শুরু হয়ে যায় বাংলা নববর্ষ। চলতি বছরের রাজা শনি এবং মন্ত্রী বৃহস্পতি। এই চৈত্র নবরাত্রি তে মা দুর্গা ঘোড়ায় চেপে আগমন করবেন। এই হিন্দু নববর্ষে রেবতী নক্ষত্র এবং তিনটি রাজযোগ শুরু হবে।

জ্যোতিষশাস্ত্র মতে হিন্দু নববর্ষকে ভীষণভাবে শুভ বলে মনে করা হচ্ছে। এছাড়াও এপ্রিল মাসের 9 টি গ্রহ রাশি পরিবর্তন করতে পারে। চৈত্র প্রদীপদা তিথিতে সূর্যোদয়ের কুষ্ঠিতে শনি মঙ্গল জুটি ভাগ্যদায় এবং ধনলাভের সংকেত দিচ্ছে।

আরো পড়ুন: পা বেঁধে মাথা নিচের দিকে ঝু’লি’য়ে মা’র’ধ’র, এটা না’কি মজা!

জ্যোতিষশাস্ত্র মতে এমন একটি গ্রহের সংযোগ পুনরায় ঘটতে চলেছে প্রায় ১৫৬৩ বছর পর। এই যুগের প্রভাবে মিঠুন তুলা কন্যা এবং ধনু রাশির জাতক-জাতিকাদের শুভ সময় আসতে চলেছে। আবার রেবতী নক্ষত্র সূচনা হওয়ার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে সারাবছর লেনদেন এবং লগ্নিতে ভালো মুনাফা অর্জন করবে।

জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, এই বছর রাজা- শনি, মন্ত্রী- বৃহস্পতি, সস্যেশ- সূর্য, দূর্গেশ- বুধ, ধনেশ- শনি, রসেশ- মঙ্গল, ধান্যেশ- শুক্র, নীরসেশ- শনি, ফলেশ- বুধ, মেঘেশ- বুধ হবেন। কুমোরের বাড়িতে এই সম্বৎসর নিবাস করবে ও বাহন হবে ঘোড়া।

এই বছর শনি রাজার আসনে বসায় এবং মন্ত্রীর আসনে বৃহস্পতি বসায় নববর্ষ শুভ ফলদায়ক হবে। অতএব এই বছর শনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আবার দেবগুরু বৃহস্পতি মন্ত্রী পদে থাকায় ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে এই বছর।