সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মহাকাশে চীনের দাদাগিরি শে’ষে’র প’থে, গো’য়ে’ন্দা স্যাটেলাইট ল’ঞ্চ করতে চ’লে’ছে ISRO

জেমস বন্ড অর্থাৎ GISAT-1 স্যাটেলাইট- এমন একটি উপগ্রহ যা ভারত মহাকাশে নিযুক্ত করতে চলেছে আগামী ১২ আগস্ট। এর আগে GISAT-1 ২ বার লঞ্চ করার চেষ্টা হয়েছে, কিন্তু সম্ভব হয়নি। এই উপগ্রহটি মহাকাশে থেকে ভারতের চোখ ও কান হিসেবে কাজ করবে। তবে হয়তো এবার সত্যিই সেই সন্ধিক্ষণ উপস্থিত হতে চলেছে যা মহাকাশ ক্ষেত্রে ভারতীয়দের জন্য বড়ো খবর হবে।

চীন ২০১৯ সালে গাওফেন-7 স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে যা কাজই হল গোয়েন্দাগিরি করা অর্থাৎ এই স্যাটেলাইটটি মহাকাশ থেকে পৃথিবীর যে কোনো স্থানের উপর নজর রাখতে সক্ষম। যদিও চীনের মতে গাওফেন-7 স্যাটেলাইট কোনো দেশের গোয়েন্দাগিরি করার জন্য ব্যাবহার করা যাবে না। এটা শুধুমাত্র ম্যাপিং ও জমি সংক্রান্ত কাজে ব্যবহার করা হবে। গাওফেন-7 স্যাটেলাইট লঞ্চের সময় বিশ্বের অনেক দেশ আপত্তি প্রকাশ করেছিল এবং চীনের আগ্রাসন নিয়ে প্রশ্ন তুলেছিল। সেই সময় চীন সমস্ত দেশের দাবি খারিজ করে অন্য যুক্তি দিয়েছিল। গাওফেন-7 স্যাটেলাইট ওই শ্রেণীর সবথেকে উন্নত স্যাটেলাইট- এমন ই দাবি চাইনিজ মিডিয়ার।

কিন্তু এখন অনেকেই দাবি করেন যে গাওফেন-7 স্যাটেলাইটকে নিজেদের কুকর্মে ব্যবহার করছে চীন। নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চাইছে। এমনকি লাদাখ সীমান্তেও গাওফেন-7 স্যাটেলাইটের মাধ্যমে চীন নজর রাখছে এবং স্যাটেলাইটস্যাটেলাইট দ্বারা প্রাপ্ত
সমস্ত ছবি সেনাবাহিনীকে প্রেরণ করেছে। ISRO এবার চীনকে টেক্কা দিতে লঞ্চ করতে চলেছে GISAT-1। যদিও তা ২০২০ সালেই লঞ্চ করা হত। কিন্তু ISRO সেই সময় তে আসা একটা ফোন কল এই স্যাটেলাইট লঞ্চ আটকে দেয়।

অবশ্য সেই ফোন কল বিষয়ক কোনো তথ্য জানা যায়নি। সূত্রের খবর, GISAT স্যাটেলাইট খুবই শক্তিশালী উপগ্রহ, যা মাটিতে পড়ে থাকা কয়েনের মতো একটা ছোট বস্তুর ছবিও স্পষ্ট তুলে আনতে সক্ষম। এমতাবস্থায় স্বাধীনতা দিবসের আগে যদি ভারত GISAT-1 লঞ্চ করতে পারে তবে তা ভারতের কাছে এক বিরাট জয় বলে গণ্য হবে, কারণ এরপর বর্ডারে চীনের কোনো সৈনিক এক ইঞ্চি পা সরালেও তার তথ্য খুব সহজেই ভারতের কাছে পৌঁছে যাবে।