সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাসে কি আপনার আ’য় ১৫ হাজারের কম? আজই প্রধানমন্ত্রীর এই প্র’ক’ল্পে নিজের না’ম নথিভুক্ত করুন!

আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষের সুবিধার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফ থেকে বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে। মোদি সরকারের তরফ থেকে চালু করা গরিবের জন্য এমনই একটি অত্যন্ত উপযোগী প্রকল্প হল শ্রমযোগী মানধন যোজনা। এই যোজনার আওতায় কেন্দ্রের তরফ থেকে উপকৃত হন বহু মানুষ। যে সকল কর্মচারীদের বেতন 15000 টাকার নিচে তারা এই স্কিমের আওতায় উপকৃত হতে পারবেন।

এই প্রকল্পের আওতায় আসতে পারবেন শ্রমিক, ইটভাটা শ্রমিক, রাজমিস্ত্রি, কামার, ধোপা, রিক্সা চালক, বিড়ি শ্রমিকরা। 60 বছর বয়সের পর থেকে অসংগঠিত ক্ষেত্রে কর্মরত কর্মীদের নিয়মিত মাসিক পেনশন দেওয়া হয় এই প্রকল্পের আওতায়। উল্লেখ্য এই মুহূর্তে দেশে অসংগঠিত ক্ষেত্রে কর্মরত ব্যক্তির সংখ্যা 42 কোটি প্রায়। মোদি সরকার তাদের 60 বছর বয়সের পর থেকে মাসিক পেনশনের ব্যবস্থা করেছে।

এই প্রকল্পের আওতায় প্রতি মাসে 3000 টাকা করে দেওয়া হয় পেনশন বাবদ। 18 থেকে 40 বছর বয়সী ব্যক্তিরা এই স্কিমের আওতায় আবেদন করতে পারবেন। আবেদনকারীদের মাসিক বেতন 15000 টাকার গণ্ডি পেরোলে চলবে না। 60 বছর বয়সের পর থেকে পেনশন পাওয়ার জন্য প্রতি মাসে 55 থেকে 200 টাকা পর্যন্ত ফান্ডে জমা দিতে হবে। যারা প্রভিডেন্ট ফান্ড, এন পি এস, বা ই এস আই সি থেকে সুবিধা পান তারা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না।

এ প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করতে হলে www.maandhan.in-এ লগইন করতে হবে। এরপর সেলফ এনরোলমেন্ট করতে হবে। তারপর নিজের মোবাইল নম্বর দিতে হবে। এরপর প্রসিড করতে হবে। তারপর নাম, ইমেইল এবং ক্যাপচা কোড দিয়ে ও টি পি তে ক্লিক করতে হবে। তারপর মে পেজ খুলে যাবে সেখানে নিজের নাম নথিভুক্ত করে দিলে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে।