সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আপনার আধার কা’র্ড ভুয়ো না আসল? চিনবেন কিভাবে?

বর্তমানে মোদি সরকার শুরু করেছেন এক দেশ এক আধার পরিচয় পত্র। ভোটার কার্ডের তুলনায় আধার কার্ডে মানুষের জীবনে এখন অপরিহার্য। এই আধার কার্ডের ১৬ ডিজিটের একটি নম্বর থাকে যা সরকারি এবং বেসরকারি সব ক্ষেত্রেই প্রয়োজনীয়।

দেশজুড়ে কোটি কোটি মানুষের আধার কার্ড রয়েছে কিন্তু তার মধ্যেই রয়েছে কিছু নকল আধার কার্ড কিভাবে বুঝবেন আপনার কার্ড আসল না নকল। আপনি কি জানেন এই নকল আধার কার্ড ব্যবহার করলে কত বড় শাস্তি হতে পারে? জরিমানা এমনকি হাজতবাস পর্যন্ত হতে পারে।

আপনার বা আপনার পরিবারের সদস্যের আধার কার্ড আসল কিনা তা কিভাবে যাচাই করবেন। ইউআইডিএআই এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে।তার মাধ্যমে সহজেই কার্ডের বৈধতা যাচাই করা সম্ভব। কয়টি ধাপে এক্ষেত্রে আপনাকে কাজ করতে হবে।

myaadhaar.uidai.gov.inএই ওয়েবসাইটে ভিজিট করতে হবে।এখানে আধার সার্ভিস সেকশনে অধীনে থাকবে ভেরিফায়েড আধার নম্বর। সেখানে ক্লিক করতে হবে।আধার নম্বর দিতে হবে সেখানে। আধার নম্বর দিয়ে ক্যাপচা কোড ভরতে হবে। তারপর প্রসিড অপশনে ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে।

আরো খবর: মহাজাগতিক মু’হূ’র্ত, সূর্য উঠলেও রোদের ছা’য়া বু’ঝ’তে পারবেন না, আজই ঘ’ট’বে এমন ঘটনা

UIDAI ওয়েবসাইটে আপনার আধার নম্বর জমা হলে আপনার আধার কার্ড সংক্রান্ত একাধিক তথ্য দেখানো হবে, যেখান থেকে আসল না নকল চিনতে পারবেন। স্বল্পসঞ্চয়ে বাধ্যতামূলক আধার কার্ড – একটি কিউ আর কোড প্রিন্ট হবে আধার কার্ডে, যেখানে নাম, লিঙ্গ, জন্মতারিখ, ছবি এবং আধার নম্বর দেখা যাবে।

এই তথ্যগুলি জানা যাবে যেকোনও কিউআর কোড অ্যাপের মাধ্যমে, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা অ্যাপ থেকেই এই তথ্য জানতে পারবেন।

যদি আধার নম্বর ভুল থাকে তাহলে আপনার আধার কার্ড নকল তা বুঝতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে অভিযোগ জানাতে হবে ১৯৪৭ এই টোল ফ্রি নাম্বারে ফোন করে।