সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“এক দেশ এক ভোট”, কেমন হ’বে আগামী দিনের রোডম্যাপ? আইন কমিশনের কাছে প্র’স্তা’ব পা’ঠা’লো কেন্দ্রীয় সরকার

এক দেশ এক ভোটের নীতি নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। শনিবার কেন্দ্রীয় আইনমন্ত্রী রাজ্যসভায় এই প্রসঙ্গ উত্থাপন করে। এক দেশ এক ভোটের প্রস্তাবটি আইন কমিশনের কাছে পাঠানো হয়েছে।

লোকসভা এবং রাজ্যসভার গুলিতে নির্বাচন যাতে একসঙ্গে করা যায় তার বাস্তব সম্মত রোড ম্যাপ এবং প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় আইনমন্ত্রক।

রাজ্যসভার সাংসদ সুশীল কুমার গুপ্তার প্রশ্নের জবাবে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু শনিবার এক দেশ এক নির্বাচন সম্পর্কিত তথ্য প্রদান করেছেন। সুশীল কুমার গুপ্তা রাজ্যসভায় চারটি প্রশ্ন উত্থাপন করেছিলেন।

আরো পড়ুন: OMG: একে অপরের বি’রু’দ্ধে ৬০ টি মা’ম’লা স্বামী-স্ত্রীর, হ’ত’ভ’ম্ব বিচারক

প্রথম প্রশ্নে এক দেশ এক নির্বাচন এবং গণতান্ত্রিক ব্যবস্থার বজায় রাখার বিষয়ে সরকারের কোনো চিন্তাভাবনা আছে কিনা জানতে চেয়েছিলেন তিনি।

তার দ্বিতীয় প্রশ্ন ছিল, যদি এই বিষয়ে সরকারের কোনো চিন্তাভাবনা থেকে থাকে তাহলে সরকারের মতামত কি? তৃতীয় প্রশ্ন, যদি তা না হয় তাহলে তার কারণ কী?

চতুর্থত, অন্যান্য দেশে নির্বাচনী প্রক্রিয়ায় সমীক্ষার কোন পরিকল্পনা রয়েছে কি সরকারের? কেন্দ্রের তরফ থেকে জবাবে বলা হয় সংসদীয় স্থায়ী কমিটি ভারতে নির্বাচন কমিশনসহ বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে লোকসভা এবং রাজ্য বিধানসভা গুলি একযোগে নির্বাচনের বিষয়টি খতিয়ে দেখছে।

আরো পড়ুন: মা শীতলা মন্দিরে রাতে ভে’সে উ’ঠ’লো অ’বা’ক করা মুখ, নি’মি’ষে ভি’ড় হাজার হাজার ভক্তদের, দেখুন ভিডিও

কমিটির থেকে কিছু সুপারিশ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে বিষয়টি নিয়ে বাস্তবসম্মত রোড ম্যাপ এবং যথাযথ পরিকাঠামো এখনো তৈরি হয়নি।

এই রোডম্যাপ লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির একসঙ্গে ভোট করানোর জন্য অত্যন্ত জরুরী। বিষয়টি খতিয়ে দেখার জন্য আইন কমিশনের কাছে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।