সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আধার কা’র্ড কি ১০ বছরের পুরনো? আজই ন’থি আপডেট করুন

ভারতীয় নাগরিকদের সর্বজন স্বীকৃত প্রমাণপত্র হয়ে উঠেছে আধার কার্ড। আধার নম্বর না থাকলে কেন্দ্রীয় সরকার পরিচালিত ১,১০০টিরও বেশি সরকারি স্কিমের সুবিধে পাওয়া যায় না। এমনকি ব্যাঙ্ক, এনবিএফসি-র মতো আর্থিক প্রতিষ্ঠানগুলিতে পরিষেবা পেতেও গ্রাহকের আধার কার্ড বাধ্যতামূলক।

এখন আধার কার্ডে রাখা নথিগুলি ১০ বছর পর পর আপডেট করতে হবে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) সেই আধার ধারকদেরও অনুরোধ করেছে, যাঁদের ১০ বছর আগে ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর দেওয়া হয়েছিল এবং যাঁরা এই ১০ বছরে কখনও তাঁদের রেকর্ড আপডেট করেননি, তাঁরা যেন অবিলম্বে অনলাইনে বা নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে সমস্ত নথিপত্র আপডেট করেন।

ডেটাবেসে তথ্য সংশোধনের জন্যই এই নির্দেশিকা বলে জানানো হয়েছে। এই প্রসঙ্গে এক বিবৃতিতে ইউডিআইএআই জানিয়েছে, আধার কার্ড হোল্ডাররা অনলাইনে ‘মাইআধার’ পোর্টালের মাধ্যমে বা বাড়ির কাছের আধার সেন্টারে গিয়ে অফলাইনে সহায়ক নথি আপলোড করে তাঁদের অনন্য আইডি রেকর্ড আপডেট করতে পারেন।

আরো খবর: গাড়ি চালাতে বসলেই কি ঝি’মু’নি লা’গে? দু’র্ঘ’ট’না এড়াতে যা যা করবেন

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ১০ বছর আগে যাঁদের আধার কার্ড ইস্যু হয়েছে এবং এই বছরগুলোতে যাঁরা কোনও আপডেট করেননি, তাঁদের অবশ্যই যাবতীয় তথ্য দিয়ে আধার আপডেট করাতে হবে।

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে, বাসিন্দাদের স্বার্থেই আধার কার্ডকে বর্তমান পরিচয়ের প্রমাণ ও ঠিকানার প্রমাণ সহ আপডেট রাখা আবশ্যক। সঙ্গে ইউআইডিএআই আরও জানিয়েছে, আধার নথি আপডেট থাকলে সঠিক প্রমাণীকরণ এবং আরও ভাল পরিষেবা পেতে সাহায্য করবে।