সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মেয়ের জন্য এই স্কী’মে বিনিয়োগ করুন, বেড়েছে সুদের হার, হা’তে পাবেন ৫৬ লক্ষ!

২০১৫ সালের ২২ জানুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্পের আওতায় সুকন্যা সমৃদ্ধি যোজনার সূত্রপাত করেন। যেকোনো ভারতীয় ডাকঘর বা অনুমোদিত ব্যাঙ্কের শাখায় এই প্রকল্পের জন্য অ্যাকাউন্ট খোলা যায়। ২০১৬ সালের সুকন্যা সমৃদ্ধির নিয়ম কানুন ১২.১২.২০১৯-তে বাতিল করে নতুন “সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট প্রকল্প, ২০১৯” চালু করা হয়েছে।

ভবিষ্যতে নিজের মেয়ের উচ্চশিক্ষা বা বিয়ের জন্য বেশিরভাগ অভিভাবকই ছোটবেলা থেকে টাকা জমাতে শুরু করেন।এই কারণেই সুকন্যা সমৃদ্ধি যোজনার সূত্রপাত।এবার এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। এই অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে সুদের হার ৭.৬ শতাংশ থেকে বাড়িয়ে ৮ শতাংশ করা হয়েছে।

ন্যূনতম ২৫০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। কোনও অর্থবর্ষে সবথেকে বেশি ১.৫ লাখ টাকা জমা দেওয়া যাবে। অ্যাকাউন্টে ৫০ টাকার গুণিতকে টাকা জমা দিতে হবে । যতবার খুশি টাকা জমা দেওয়া যাবে। সুকন্যা সমৃদ্ধি যোজনায় যে টাকা জমা করবে বিনিয়োগকারী, সেটা করযোগ্য আয়ের টাকা থেকে বাদ দেওয়া হবে।

আরো খবর: কংগ্রেস ফাইল প্র’কা’শ করলো বিজেপি, মনমোহন জমানায় দু’র্নী’তি হয়েছে প্রা’য় ৫০ হাজার কোটির!

অ্যাকাউন্ট খোলার ২১ বছর পর মেয়ের অথবা ১৮ বছর হওয়ার পর মেয়েদের বিয়ের সময় ম্যাচিওর হবে এই প্রকল্পের টাকা (বিয়ের এক মাস আগে বা তিন মাসের পরে)।

মেয়ের ৪ বছর বয়সে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলে আগামী ১৫ বছর প্রতি মাসে ১০,০০০ টাকা করে জমা দিলে প্রায় ৫৬ লাখ টাকা পাবেন আপনি। সুদের হার ৮ শতাংশ। প্রসঙ্গত, শনিবার ১ এপ্রিল কেন্দ্রীয় সরকারের তরফে এক নির্দেশিকা জারি করে জানানো হয়েছে যে নতুন অর্থবর্ষ থেকে স্বল্প সঞ্চয়ে সুদের হার কিছুটা বাড়িয়ে দেওয়া হবে।

কোনও ক্ষেত্রে সুদ বেড়েছে আগের চেয়ে ০.১ শতাংশ, আবার কোনও ক্ষেত্রে তা বেড়েছে ০.৭ শতাংশ। দু-একটি ব্যতিক্রমও রয়েছে। তবে, প্রথম ত্রৈমাসিকের জন্য অর্থাৎ এপ্রিল থেকে জুন মাসে নতুন হারে সুদ পাবেন গ্রাহকেরা।