সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কংগ্রেস ফাইল প্র’কা’শ করলো বিজেপি, মনমোহন জমানায় দু’র্নী’তি হয়েছে প্রা’য় ৫০ হাজার কোটির!

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়ার পর থেকেই একের পর এক তরজা চলছে কংগ্রেস বিজেপির মধ্যে। আদানি মেহুল চোকশির মতন ব্যবসায়ীদের সাহায্য করার পিছনে হাত রয়েছে বিজেপি সরকারের দাবি করেছে কংগ্রেস। ঠিক একইভাবে বিজেপিও কম আক্রমণ করছে না কংগ্রেসকে।

রবিবার দুপুরে কেন্দ্রের শাসক দলের তরফে কংগ্রেস আমলের দুর্নীতি নিয়ে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয় সেই ভিডিওয় নিশানা করা হয় ইউপিএ এক এবং ইউপিয়া দুই সরকারকে। মনমোহন সিং সরকারের আমলে দেশে পঞ্চাশ হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে দাবি করা হয়।

দুর্নীতির জন্য দায়ী করা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে। বিজেপি জানিয়েছে কংগ্রেস আমলের দুর্নীতি নিয়ে যদি একটা ধারাবাহিক তৈরি করা যায় তবে তা বেশ হিট হবে। টুজি স্পেক্ট্রাম কেলেঙ্কারি কমনওয়েলথ গেমস নিয়ে কেলেঙ্কারি চলেছে।

আরো খবর: জনপ্রিয়তার শী’র্ষে মোদি, ধা’রে কা’ছে নেই বাইডেন

পরিসংখ্যান তুলে ধরা হয়েছে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত যথাক্রমে ৪৮ কোটি কুড়ি লাখ ৬৯ হাজার টাকার দুর্নীতি হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে অপব্যবহার করবার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস তৃণমূল সিপিআইএম সহ বিজেপি বিরোধী মোট ১৪ টি দল।

কটাক্ষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন দেশে ভ্রষ্টাচারীদের বাঁচাও আন্দোলন চলছে। বেছে বেছে বিরোধীদলের নেতা-নেত্রীদের নিশানা করার অভিযোগ উঠেছিল ইডি সিবিআই এর বিরুদ্ধে। আর সেই আবহে এই ভিডিও প্রকাশ করেছে মোদি সরকার। আর কংগ্রেসকে চাপে ফেলতে এই ভিডিও যে বেশ তাৎপর্যপূর্ণ ভূমিকা নিচ্ছে তা বলাই বাহুল্য।