সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সা’রা ভারত ধর্ম’ঘটের মি’শ্র প্র’ভা’ব মালদা শ’হ’রে

সারা ভারত ধর্মঘটের মিশ্র প্রভাব মালদা শহরে

মালদা, ২৭ সেপ্টেম্বর: রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল, কৃষক বিল,বিদ্যুৎ বিল সমেত নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগামছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম -কংগ্রেস জোটের ডাকা সারা ভারত ধর্মঘটের মিশ্র প্রভাব পড়ল মালদা শহরে। সোমবার সকালে ইংরেজবাজার শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড়ে পিকেটিং করে বন্ধ সফল করতে নামেন জেলার বাম কংগ্রেস কর্মী সমর্থকরা।
বনধে সামিল হওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানান তারা।

সোমবার বনধের তেমন প্রভাব পড়লনা মালদা জেলায়। রথবাড়ি ৩৪ নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক দেখা যায় এদিন সকাল থেকে। স্টেট বাস চলছে কিন্তু যাত্রী সংখ্যা কম। সকাল থেকে স্বাভাবিক ছিল ট্রেন চলাচল। পেট্রল পাম্প কিছু কিছু বন্ধ ছিল। সবজি বাজার খোলা‌। বনধ সফল করতে সমর্থকরা উপস্থিত হন মালদা শহরের রথবাড়ি এলাকায়। সেখান থেকে তারা বন্ধের সমর্থনে একটি মিছিল শুরু করেন। মিছে ছাড়া শহর পরিক্রমা করে।

উপস্থিত ছিলেন, বাম নেতা অম্বর মিত্র, কৌশিক মিশ্র, নুরুল ইসলাম, দোলন চাকি সহ অন্যান্য নেতৃত্ব। রান্নার গ্যাস, পেট্রল, ডিজেল, বিদ্যুৎ বিল সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সোমবার সারা দেশ জুড়ে বনধের ডাক দেয় সারা ভারত কৃষক সংযুক্ত মোর্চা।