সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

যখন থেকে অভিনেত্রীরা ছোট পো’শা’ক পরা শুরু করলেন, তখন থেকেই আমার ক্যারিয়ার শে’ষ হয়ে গেলো: রঞ্জিত

কপিল শর্মা শো মানেই তারকাদের সমাগম। প্রায়ই এই শোতে থাকে নানারকমের চমক। অভিনেতা অভিনেত্রীরা এই শো তে হাজির হন নিজেদের অভিনয় জীবনের গল্প শোনাতে। ফের আরও একটি জমজমাট এপিসোডের সাক্ষী থাকলো দর্শকরা। কারণ সম্প্রতি কপিল শর্মার শো তে হাজির হয়েছিলেন ‘রে’প স্পেশালিষ্ট’। কার কথা বলছি বুঝতে পারছেন নিশ্চয়ই। হ্যাঁ ঠিক ধরেছেন, রঞ্জিত বেদী। সত্তর আশির দশকে নামজাদা খলনায়ক ছিলেন তিনি। সেই সময় যে কোনো সিনেমায় খলনায়কের ভূমিকায় দেখা যেত এই ব্যক্তিত্বকে। হিসেব বলছে প্রায় ২০০টির উপর হিন্দি ছবিতে খলনায়কের চরিত্রে কাজ করেছেন এই বর্ষীয়ান অভিনেতা।

কেরিয়ারের প্রথমদিকে ছবিতে রাখি গুলজারের সঙ্গে তাঁর দৃশ্য দেখে মা-বাবা তাঁকে বাড়ি থেকে প্রথমেই বার করে দেন। এদিন কপিল শর্মার শোতে তিনি জানান, “রাখির চুল ধরে টানছি। শাড়ি টেনে ছিঁড়ে দিচ্ছি। এসব দেখে মা-বাবা তো রেগে আগুন। তাঁরা বলেছিলেন আমি নাকি বাবার নাম খারাপ করছি। এমনকি অমৃতসরে আমাদের দেশের বাড়ির প্রতিবেশীরা সমালোচনা করার আগেভাগেই ভয় পেয়ে গিয়েছিলেন মা-বাবা।”

১৯৭০-৮০’র দশকের যে কোনো ছবিতে ধ’র্ষ’ণ বা যৌ’ন হেনস্থার দৃশ্য থাকলে রঞ্জিত বেদীর সাথেই যোগাযোগ করতেন তখনকার পরিচালকরা। তাঁর কথায়, “সেই সময় চিত্রনাট্য নিয়ে শিল্পীদের অতটাও আগ্রহ ছিল না। নায়করাও গল্পের খানিকটা শুনেই রাজি হয়ে যেতেন ছবি করতে। তবে অভিনেত্রীদের আমার সঙ্গে যাতে শ্যুটিংয়ে কোনরকম অসুবিধা না হয়, সেই জন্য অস্বস্তি দূর করার চেষ্টা করতাম। এসব কারণেই আমার নাম হয়ে গেল রে’প স্পেশালিষ্ট।”

নিজের অভিনয় জীবন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “তবে কোনরকম ‘অ’শ্লীল’ তকমা আমাকে দেওয়া হয়নি।” শোতে মজা করে বলেন, “আমি তাই বলি, যেদিন থেকে নায়িকারা ছোট পোশাক পরা শুরু করলেন, আমার প্রয়োজন সেদিন থেকেই ফুরোলো বোধহয়। কারণ ছোট পোশাক টেনে খোলার তো দরকার পড়ে না। আর আমি ওটাতেই এক্সপার্ট ছিলাম”