সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক’রো’না’র কারণে ফে’র ফিরতে পারে পুরানো ম’হা’মা’রী! দাবি করলো WHO

করোনা অতি মারির প্রভাব ধীরে ধীরে এখন কমছে। স্বাভাবিকভাবেই মানুষ এখন স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারছে নিজের কাজকর্মের মনোযোগ দিতে পারছে কিন্তু এখনই খুশি হওয়ার সময় আসেনি কারণ, করোনার পর আবার ফিরে আসছি পুরনো রোগ। করোনার কারণে বেড়ে যাচ্ছে হৃদরোগের আশঙ্কা।

কিন্তু করোনার কারণে আবার এক অতিমারির ফিরে আসার আশঙ্কা করছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। এই অতিমারীর নাম হচ্ছে হাম। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সাথে আমেরিকার সেন্টার ফর ডিজিজ কনট্রোল অ্যান্ড প্রিভেনশন এই বিষয় নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে। এই বিষয় নিয়ে এখনই সাবধানতা অবলম্বন না করলে শিশুরা আগামীতে দারুন সমস্যায় পড়তে পারে।

করুনার কারণেই হামের টিকাকরণের অনুপাত অনেকটাই নিচে নেমেছে। সমীক্ষা অনুযায়ী দেখা গিয়েছে ২০২১ সালে ৪০ মিলিয়ন শিশুর হামের টিকাকরণ হয়নি। সেই সমস্ত শিশুদের ওপর হামের আক্রমণ হতে পারে। মানব সভ্যতার ইতিহাসে হাম সব থেকে ছোঁয়াচে রোগ বলেই অভিহিত হয়েছে।

আরো খবর: ইন্ডিয়ান আর্মিকে নিয়ে অ’প’মা’ন’জ’ন’ক টুইট! নেটিজেনদের ক্ষো’ভে’র মু’খে রিচা চাড্ডা

করোনার কারণে এই রোগের টিকাকরণ ব্যাহত হয়েছে, যার ফলে আবার হাম ফিরে আসতে পারে। এই হামকে আটকানোর একটাই পথ সঠিক সময় টিকা করুন, যেটা করোনার কারণে দেওয়া সম্ভব হয়নি।

সম্প্রতি যে রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে জানা যাচ্ছে এশিয়া আফ্রিকায় সংক্রমনের তুলনায় মৃত্যুর হার বেশি। তাছাড়া চলতি বছরের সেপ্টেম্বর মাসে হামের সংক্রমনের খবর কানে এসেছে যেটা আগামীতে আরো বেশি বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।