সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রতিদিন বাড়ছে সং’ক্র’ম’ণ, আজ ক’রো’না নিয়ে বৈ’ঠ’ক প্রধানমন্ত্রী মোদির

ভারতে ক্রমাগত বেড়েই চলছে করোনা সংক্রমণ। ভারতে গত একদিনে দৈনিক ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫৫২। সবমিলিয়ে দেশে ওমিক্রন আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ৩,৬২৫। দেশের ২৭ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। এছাড়াও দেশে কোভিডের তৃতীয় ঢেউ বদলে গিয়েছে কার্যত সুনামিতে। দৈনিক আক্রান্তের সংখ্যা দেড়লক্ষের বেশি।

এমনই পরিস্থিতির মধ্যে আজ উচ্চপর্যায়ের বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক, কেন্দ্রীয় মন্ত্রী ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে এই বৈঠক করবেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য, ক্যাবিনেট মুখ্যসচিব রাজীব গউবা, স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা ও আইসিএমআরের ডিরেক্টর জেনারেল উপস্থিত থাকবেন এই বৈঠকে।

জানা গিয়েছে, এদিন বিকেল সাড়ে চারটেয় এই বৈঠক হবে। বৈঠকে গত কয়েকদিনে যে রাজ্যগুলিতে করোনা ও ওমিক্রন আক্রান্তর সংখ্যা গত কয়েকদিনে বেড়েছে, সেই রাজ্যগুলিতে বিশেষ নজর দেওয়া হবে বলে জানা গেছে।