সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৩৫ হা’জা’রে’রও বে’শি পদে নি’য়ো’গ প্র’ক্রি’য়া শু’রু ক’র’ল ভা’র’তী’য় রে’ল

৩৫ হাজারেরও বেশি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করল ভারতীয় রেল

সম্প্রতি ৩৫ হাজার ২৮১ পদে রেলে নিয়োগের প্রথম স্তরের পরীক্ষা নেওয়া হয়েছিল। এবার বিরাট কর্মসংস্থানের হদিশ দিল রেল। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ১৩ ক্যাটাগরিতে নিয়োগের পরীক্ষার ফল। সেখানে উত্তীর্ণ হয়েছেন সাত লক্ষ পরীক্ষার্থী।

এবার সেই সব উত্তীর্ণ পরীক্ষার্থীর পরবর্তী পরীক্ষার অপেক্ষা। ৩৫ হাজার ২৮১ পদে রেলে নিয়োগের প্রথম স্তরের পরীক্ষায় বসেছিল এক কোটি ছাব্বিশ লক্ষ যুবক-যুবতী। প্রথম স্তরে কম্পিউটার বেসড টেস্ট হয়। ফলপ্রকাশের পর দেখা যায় পাস করেছে সাত লক্ষ পরীক্ষার্থী। এবার নির্ধারিত সময়ে ওই সাত লক্ষ নির্বাচিত চাকরিপ্রার্থীরা দ্বিতীয় স্তরের পরীক্ষার বসবে।

দু লক্ষ আশি হাজার জনকে সেখান থেকে বাছাই করা হবে। তাঁদের ডাকা হবে তৃতীয় ও শেষ স্তরের পরীক্ষার জন্য। সেই চূড়ান্ত পর্বে থেকে নিয়োগ করা হবে ৩৫ হাজার ২৮১ জনকে। ২০১৯ সালে পাঁচটি লেভেলের ১৩ ক্যাটাগরির জন্য নিয়োগের আবেদন জমা পড়ে। তার পর কোভিডের কারণে নিয়োগের পরীক্ষা হয়নি।

একজন পরীক্ষাথী যাতে সব বিভাগের পরীক্ষায় বসে পাস করে পদ আটকে না রাখতে পারেন সে জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার প্রত্যেক পরীক্ষার্থীর ফার্স্ট চয়েস অনুযায়ী সংশ্লিষ্ট পদের পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে পূর্ব রেল।