সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফাই’নাল রা’উ’ন্ডে নীরাজে’র ব’র্শা লুকিয়ে’ছিলেন! ফাঁ’স হ’ল পা’ক খেলো’য়া’ড়ে’র ল’জ্জা’জ’ন’ক কী’র্তি

ফাইনাল রাউন্ডে নীরাজে'র বর্শা লুকিয়েছিলেন! ফাঁস হল পাক খেলোয়াড়ের লজ্জাজনক কীর্তি

টোকিও অলিম্পিকে সোনা জিতে ইতিহাস বলে ফেলেছেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার নীরাজ চোপড়া। তিনি হয়ে উঠেছেন ভারতের সোনার ছেলে। তাকে নিয়ে গর্বিত সারাদেশ। তবে জানেন কি টোকিও অলিম্পিকের ময়দানে কত প্রতিকুলতার মুখে পড়তে হয়েছিল তাকে? বিশেষত ফাইনাল রাউন্ডে পৌঁছে গিয়েও বেজায় সমস্যার মুখে পড়েছিলেন তিনি। কারণ তার বর্শা চুরি করে নিয়েছিলেন পাকিস্তানের খেলোয়াড় আরশাদ নাদিম!

নাদিমের এই কীর্তিকলাপ প্রকাশ্যে আসছে কার্যত ক্রীড়ামহল ধিক্কার দিচ্ছে তাকে। অলিম্পিক মেডেল জেতার পর সংবাদমাধ্যমের কাছে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে নীরাজ চোপরা জানিয়েছেন, ফাইনাল রাউন্ডে পৌঁছে তিনি তার বর্শা খুঁজে পাচ্ছিলেন না। অনেক খোঁজাখুঁজির পর তিনি দেখতে পান তার বর্শা রয়েছে পাকিস্তানি খেলোয়াড়ের কাছে। এরপর তিনি গিয়ে তাকে বলেন যে এই বর্শাটি তার। তিনি এই বর্শা ব্যবহার করেই খেলতে চান।

তারপর পাকিস্তানি খেলোয়াড় তাকে তার বর্শা ফিরিয়ে দেন। নাদিমের এই কান্ড অত্যন্ত লজ্জাজনক বলে দাবি করছে ক্রীড়ামহল। বিশ্বের ক্রীড়াপ্রেমীরা পাকিস্তানি খেলোয়াড়ের এই কান্ডে ছিঃ ছিঃ করছেন তাকে নিয়ে। তাদের দাবি, খেলা শুরু হওয়ার আগে এইভাবে নীরাজকে চাপে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। যাতে খেলার আগে তিনি অশান্ত হয়ে ওঠেন এবং খেলার প্রতি মনোযোগ দিতে না পারেন।

যদিও ঠিক সময়ে নীরাজ তার বর্শাটি খুঁজে পেয়ে যান। সেটি তখনও পর্যন্ত পাকিস্তানি খেলোয়াড়ের কাছেই ছিল। তবে পাকিস্তানের খেলোয়াড়ের এই ষড়যন্ত্র কোনো কাজে লাগেনি। নীরাজ চোপরাই নিজের বর্শা ব্যবহার করে খেলার শেষভাগে কিস্তিমাত করেছেন। মেডেল এসেছে ভারতের কাছে।