সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ইতালির চ্যানেলের দৌ’ল’তে ভারতীয় রুটি পেলো নতুন নাম, জানুন বেলুন পাউরুটির কা’হি’নী

গোটা ভারতবর্ষে যেমন নানা রকম মানুষ বসবাস করে, তেমনি তাদের খাওয়া-দাওয়াও নানারকম। গোটা ভারতবর্ষে জাতিগত দিক থেকে যেমন অনেক বৈচিত্র দেখা যায়, তেমনি দেখা যায় খাবারের দিকেও নানান রকম বৈচিত্র। ভারতবর্ষে এমন কিছু খাবার আছে যেগুলো বাইরের দেশে অন্য নামে পরিচিত, যেমন সম্প্রতি একটি ইতালিয়ান চ্যানেলে দেখানো হয়েছে ভারতীয় রুটি যা কিনা তাদের কাছে নাম “বেলুন ব্রেড” । এমন একটি নামকরণ দেখে যথেষ্ট চর্চা শুরু হয়েছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে।

টুইটারে একটি পোস্ট করা হয়েছিল এবং যেখানে ভারতীয় রুটির ছবি ছিল এবং নামকরণ করা হয়েছিল “বেলুন ব্রেড” এই রুটি কিভাবে তৈরি করা হয় সে বিষয়ে ব্যাখ্যা দেওয়া ছিল। ব্যাখ্যা হিসেবে লেখা ছিল আটার সঙ্গে মেশাতে হবে তেল, শুকনো ঈস্ট, উষ্ণ দুধ এবং উষ্ণ জল। এটা মেশালেই নাকি তৈরি হবে অসাধারণ রুটি এবং যার নাম “বেলুন ব্রেড”।

এই রকম একটি পোস্টকে ঘিরে সোশ্যাল মিডিয়ার অসংখ্য নানান রকম মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ কেউ আবার বেশ হাস্যকর মন্তব্য করেছেন। যদিও কেউ এই নামকরণটি নিয়ে মজা করেছেন আবার কেউ কেউ এই নতুন নামটি বিষয়ে বেশ বিরক্ত বোধ করেছেন।