সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নয়া ইতিহাসের সামনে ভারতীয় সেনা! এবার যুদ্ধ’ক্ষে’ত্রে গোলন্দাজ বাহিনীতে মহিলা জওয়ানরা

মেয়েরা যে কোন অংশে ছেলেদের তুলনায় পিছিয়ে নেই। তা বারবার প্রমাণ করেছেন ভারতীয় মহিলারা। জলে স্থলে আকাশে সর্বত্র মেয়েদের বিচরণ। এবার ভারতীয় গোলন্দাজ বাহিনীতে যোগদান করবেন মেয়েরা। এপ্রিল মাসেই সেনা একাডেমির প্রশিক্ষণ সম্পূর্ণ হবে তাদের। এরপর তাদের আনুষ্ঠানিকভাবে যোগদান করানো হবে।

আর তারপরেই ভারতীয় সেনা বাহিনীতে নতুন ইতিহাস রচিত হবে। শত্রুদের দমনে মাঠে নামবেন মহিলারা। গোলাগুলি এবং কামান বর্ষণ করে তারা প্রতিহত করবেন শত্রুদের। সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে মহিলা জওয়ানরা ইতিমধ্যে বায়ুসেনার সর্বোচ্চ পদে বসেছেন জেট বিমান চালানোর প্রশিক্ষণ নিয়েছেন।

বিমানের নানান প্রযুক্তিগত ক্ষেত্রে এবং নিরাপত্তার ক্ষেত্রে তাদেরকে বহাল করা হয়েছে। এবার তাদের গোলন্দাজ বাহিনীর জন্য বেছে নেওয়া হয়েছে। ভারতীয় সেনায় গোলন্দাজ বাহিনীতে 280 ইউনিট রয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির কামান গোলাগুলি রয়েছে তাদের হেফাজতে।

আরো খবর: নয়া নামকরণ! “শুভনন্দন” ছাড়াও দীঘার দুটি সৈকতের নাম দিলেন মমতা

মিসাইল সহ আরো নানান আধুনিক প্রযুক্তি বন্দুক রয়েছে। এছাড়া দূরপাল্লা ও স্বল্প পাল্লার রকেট ছোড়ার জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। সেনাপ্রধান মনোজ পান্ডে দিন কয়েক আগে সরকারের কাছে এই প্রস্তাব পাঠিয়েছিলেন।

প্রসঙ্গত এখনো পর্যন্ত মহিলাদের যুদ্ধে পাঠানোর অনুমতি পাওয়া যায়নি। তবে এবার গোলন্দাজ বাহিনীতে বিশেষ প্রশিক্ষণ পাওয়ার পর সেই পথ আরো সুগম হবে তা বলাই বাহুল্য।