সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নয়া নামকরণ! “শুভনন্দন” ছাড়াও দীঘার দুটি সৈকতের নাম দিলেন মমতা

বাঙালিদের ভ্রমণের কথা মাথায় আসতেই যে নামটি প্রথমেই উঠে আসে সেটি হলো দীঘা। দীঘায় চোখ ধাঁধানো সমুদ্র সৈকত পর্যটকদের মন জুড়িয়ে দেয়। আকর্ষণের কোনো খামতি নেই দীঘাতে। সম্প্রতি সেখানে যুক্ত হয়েছে আর একটি নতুন পালক।

সেখানে তৈরি হতে চলেছে বিরল সামুদ্রিক প্রাণীদের একটি সংগ্রহশালা এবং গবেষণা কেন্দ্র। ইতিমধ্যেই থার্মোমিটারের পারদ চড়তে শুরু করে দিয়েছে। তাপমাত্রা যত বাড়বে,তত ভিড় বাড়বে দীঘায়, এমনটাই আশা করছেন সেখানে হোটেল ব্যাবসায়ীরা।

সেই কারণেই ইতিমধ্যেই নব রূপে সজ্জিত হয়েছে দীঘা। জেলা সাংবাদিকদের জন্য দীঘায় একটি প্রেসক্লাব উদ্বোধন করতে আমন্ত্রণ করা হয় মুখ্যমন্ত্রীকে। উদ্বোধনের পরে মুখ্যমন্ত্রী বলেন, “মিডিয়া হল সরকারের একটা অংশ। আপনারা আমাদের পরিবারের মধ্যেই পড়েন।”

আরো খবর: 20 হাজার টা’কা কেজি দরে জিলিপি বি’ক্রি হ’চ্ছে! অন্তত ২৫০ গ্রাম কিনতেই হবে!

জেলাশাসক ও পুলিশ সুপারকে সাংবাদিকদের সাথে একযোগে কাজ করতে বলেন তিনি। তিনি আরও বলেন, “পহেলা বৈশাখের শুভনন্দন জানাচ্ছি সবাইকে। আমরা সাধারণত যে কথাটা ব্যাবহার করি সেটি হল- অভিনন্দন।আমি আজ থেকে শুরু করলাম শুভনন্দন শব্দটি।

যায় অর্থ শুভেচ্ছা দিয়ে শুভ থাকুন, ভালো থাকুন। নতুন নতুন কথার আমদানিও তো করতে হবে। শুভ কামনা, অভিনন্দন যদি হতে পারে, শুভনন্দন কেন হবে না? এই শব্দে শুভ ও নন্দন দু’ই রয়েছে।”এছাড়া বুধবার দীঘার দুটি বিচ- ঢেউ সাগর ও সূর্য সাগর নামকরণ করেন মুখ্যমন্ত্রী।