সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব’ড়ো চুক্তির প’থে ভারত-রাশিয়া, বিশ্ব শুধু তা’কি’য়ে তা’কি’য়ে দেখবে

এবার রাশিয়ার সঙ্গে এক গুরুত্বপূর্ণ বিষয়ে চুক্তি করতে চলেছে ভারত। রাশিয়া এবং ভারতের মধ্যে পুরনো বন্ধুত্ব এবার কাজে আসছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় যখন সম্পূর্ণ বিশ্ব রাশিয়াকে একঘরে করার চেষ্টা করছে তখন ভারত এবং রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে।

আগামী সপ্তাহেই দুই দেশের কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে। উভয় রাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক অর্থপ্রদান ব্যবস্থার প্রসঙ্গটি আরো সহজ করে তুলতে বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে।

দুই দেশ সম্মত হলে ভারত এবং রাশিয়ার মধ্যে অর্থপ্রদান ব্যবস্থা‌ সহজ হবে এবং কোন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন হবে না।ফেব্রুয়ারি মাসের শেষের দিকে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ হওয়ার পর থেকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা কঠোর হচ্ছে।

আরো পড়ুন: অতিবৃ’ষ্টি’র কারণে বে’হা’ল পরিস্থিতি পাহাড় জু’ড়ে, ২৫০০ পর্যটক আ’ট’ক

তৃতীয় পক্ষের অ্যাকাউন্ট যেখানে একটি ব্যাংক দেশের অন্য ব্যাংকের জন্য অ্যাকাউন্ট খোলে সেই বিষয়ে আলোচনা হবে।একটি ব্যাংক অন্য দেশের ব্যাংকে একাউন্ট খুলতে পারবে। এই দুই বিষয় নিয়ে কার্যত এই আলোচনা হতে চলেছে বলে জানা যাচ্ছে।

আর বি আই ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ রাশিয়া এ বিষয়ে কোনো তথ্য জানায়নি। তবে এসবিআই, ইউকো ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানারা ব্যাঙ্ক এবং ইন্ডাসল্যান্ডের প্রতিনিধিরা এই বৈঠকে থাকতে।

গত মে মাসে রাশিয়া থেকে প্রায় 25 মিলিয়ন ব্যারেল তেল কিনেছিল ভারত। যা ছিল ভারতের মোট তেল আমদানির 16 শতাংশেরও বেশি।