সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মার্কিন নি’ষে’ধা’জ্ঞা উড়িয়ে রাশিয়ার জন্য বাজার খু’লে দি’লো ভারত

রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ ইউক্রেন যুদ্ধের আবহে বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠকে বসলেন। এই বৈঠকে ইউক্রেন যুদ্ধ থেকে অপরিশোধিত তেল আমদানি ও ‘রুবল-রুপি মেকানিজম’ তৈরি নিয়ে দু’ জনের মধ্যে আলোচনা হয়েছে।

ইউক্রেনের সঙ্গে যুদ্ধের আবহে বৃহস্পতিবার ভারতে এসেছেন সের্গেই লাভরভ। শুক্রবার দিল্লির হায়দরাবাদ হাউসে লাভরভের সঙ্গে বৈঠকে বসেন জয়শংকর। এই বৈঠকের বিষয়টি টুইট করে জানিয়েছে রুশ বিদেশমন্ত্রকও।

বৈঠকে ইউক্রেন যুদ্ধ থেকে অপরিশোধিত তেল আমদানি ও ‘রুবল-রুপি মেকানিজম’ তৈরি নিয়ে দু’ জনের মধ্যে আলোচনা হয়েছে বলে খবর।

আরো পড়ুন: ঝড় উ’প’ড়ে ফে’লে দি’লো নিউটনের আপেল গাছকে!

তাৎপর্যপূর্ণ ভাবে, ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযানে’র পর এটাই রুশ বিদেশমন্ত্রীর প্রথম ভারত সফর। বিশ্লেষকদের মতে, মার্কিন ও পশ্চিমের নিষেধাজ্ঞার মুখে বন্ধু ভারতকে আরও কাছে চাইছে রাশিয়া, বিশেষ করে বাণিজ্য ও তেল রপ্তানির ক্ষেত্রে ভারতের বাজারে নজর রয়েছে মস্কোর।

এদিন বৈঠক শেষে রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ স্পষ্ট বলেন, মার্কিন চাপে কোনও প্রভাব পড়বে না ভারত ও রাশিয়ার সম্পর্কে। অন্যদের উপর নিজেদের রাজনীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আমেরিকা।