সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সুপারসনিক BrahMos মিসাইলের রেঞ্জ বা’ড়া’তে চ’লে’ছে ভারত, এবার ৮০০ কিমি দূরেই ধ্বং’স হ’য়ে যাবে শ’ত্রু!

সুপারসনিক ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের এয়ার-টু-এয়ার ভার্সন তৈরি করল ভারত। এই ক্ষেপণাস্ত্রটি 800 কিলোমিটার দূর থেকে শত্রুদের ওপর ক্ষেপণাস্ত্র ফেলতে সক্ষম হবে।

ব্রহ্মোস মিসাইলের ফায়ার পাওয়ার বৃদ্ধি করা হচ্ছে। ফলে একটি সফ্টওয়্যার আপগ্রেডের মাধ্যমে এই ক্ষেপণাস্ত্রটি 500 কিলোমিটার অধিক দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

ফলে, শত্রুদের ওপর চাপ যে ভারত বাড়াচ্ছে, তা বলা চলে। এর আগে সমস্যায় ভুগতে হতো ভারতীয় সেনাকে। দূরের কোনো শত্রু দেশে মিসাইল আক্রমণ-এ সক্ষম হতোনা তারা ফলে সেই দেশের বিপদসীমার মধ্যে প্রবেশ করতে হতো তাদের।

আরো পড়ুন: বাংলার উপকূলে ফে’র দু’র্যো’গে’র আ’শ’ঙ্কা! ধে’য়ে আসছে ঘূর্ণিঝড় “সিতরাং”

কিন্তু বর্তমানে সফ্টওয়্যার আপগ্রেডের ফলে ভারতীয় ফোর্স যে বাড়তি সুবিধা পাবে তা বলা যায়। এমনকি ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, এই আপগ্রেডের ফলে মিসাইলের শক্তি আরো বৃদ্ধি পাবে এবং তা শত্রুদের বেসে পূর্বের তুলনায় আরো ভয়ঙ্কর আঘাত হানবে।

বর্তমানে বিশ্বে যেভাবে সকল দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তাতে এই প্রয়াস ভারতের শক্তিকে আরো বাড়িয়ে তুলবে বলেই সকলের মত।