সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আমেরিকার এই শহরে আকাশ থেকে মাছের বৃষ্টি হ’লো, নেমে এ’লো ঝাঁ’কে ঝাঁ’কে মাছ

আকাশ থেকে টাকার বৃষ্টি হোক বা না হোক মাছের বৃষ্টি হতে দেখে অবাক হলেন আমেরিকার টেক্সাসের বাসিন্দারা। বিষয়টি শুনতে অবাক করা মনে হলেও চরম বাস্তব এই ঘটনাটি ঘটেছে বুধবার। বর্ষশেষের একেবারে শেষ ধাপে এসে আমেরিকার টেক্সাসে বাসিন্দারা প্রকৃতির এমন আজব খেয়াল দেখলেন। দেখে চিন্তিত তারা।

তবে শুধু মাছ নয় মাছের সঙ্গে ব্যাঙ এবং কাঁকড়াও ঝরে পড়েছে আকাশ থেকে। একেবারে বৃষ্টিপাতের মতোই জলজ প্রাণী আকাশ থেকে আছড়ে পড়েছে ভূপৃষ্ঠে। শহরে এদিন বৃষ্টিপাত হচ্ছিল। আচমকা স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করলেন সাধারণ বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে আকাশ থেকে একাধিক ছোট আকারের জলজ প্রাণী বৃষ্টির মত ঝরে পড়ছে। দেখে চমকে গিয়েছিলেন তারা। এর মধ্যে মাছের সংখ্যাই ছিল বেশি।

https://www.facebook.com/photo.php?fbid=287678470061295&set=a.233616135467529&type=3

প্রকৃতির এমন আজব খেয়ালে অবাক হয়েছেন নেটিজেনরা। পরিবেশবিদরাও এই নিয়ে চিন্তিত। তবে তারা এই নিয়ে মজা করতে ছাড়ছেন না। সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্স ভরে উঠছে বিভিন্ন ধরনের মন্তব্যে। কেউ লিখছেন, এমন করে টাকার বৃষ্টিও হোক। কেউ লিখছেন বাস্তবে বিড়াল-কুকুরের বৃষ্টি যেন না হয়!

টেক্সাসের বাসিন্দারা শহরের অফিশিয়াল ফেসবুকে এমন আজব বৃষ্টির ছবি পোস্ট করেছেন। তাদের দাবি 2021 এ এটাই ছিলো বাকি। এই পোস্ট লেখা হয়েছে জলস্রোতের সঙ্গে যখন কোনওভাবে ব্যাঙ এবং কাঁকড়া ও ছোট মাছ ভূপৃষ্ঠের উপরে উঠে আসে তখন এমন বৃষ্টি হয়। বিষয়টি একপ্রকার বিরল। তবে বছরের শেষভাগে এমন বিরল দৃশ্য সাক্ষী থাকলেন টেক্সাসের বাসিন্দারা।