সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাঝে মাঝেই হাত থেকে জিনিস প’রে যা’চ্ছে? আপনার জী’ব’নে কি হতে চলেছে জেনে নিন

আপনার এবং আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ভীষণভাবে অসাবধানী। যাদের মাঝে মাঝে হাত থেকে কোন না কোন জিনিস পড়ে যায়। তবে এটা হয়তো আপনি জানেন না এই ছোটখাটো ঘটনার পেছনে লুকিয়ে থাকে কোনো না কোনো ইঙ্গিত পূর্ণ অর্থ। খালি চোখে হয়তো এগুলি আমরা দেখে বুঝতে পারিনা। জ্যোতিষশাস্ত্র মত অনুযায়ী, এসমস্ত নিত্যনৈমিত্তিক ঘটনাকেই জ্যোতিষ দুনিয়ায় অন্যভাবে বিচার বিশ্লেষণ করা হয়।

জ্যোতিষ বিদ্যা মত অনুযায়ী, বারবার যদি নুনের পাত্র আপনার হাত থেকে পড়ে যায় তাহলে আগে থেকেই সতর্ক হতে হবে আপনাকে। এই ঘটনা অদূর ভবিষ্যতে আর্থিক সংকটের ইঙ্গিত দেয়। তাই নুনের পাত্র পড়ে যাওয়া মানে ধরে নিতে হবে আর্থিক অভাব আসতে চলেছে অদূর ভবিষ্যতে।

নুনের পাত্র পড়ে যাওয়া যেখানে অমঙ্গল সেখানেই গোলমরিচের পাথর পড়ে যাওয়া কিন্তু ভীষন ভাবে মঙ্গলময় একটি দিক নিয়ে আসতে পারে আপনার জীবনে। যদি বারবার গোলমরিচের পাত্র আপনার হাত থেকে পড়ে যায়,তাহলে ধরে নেওয়া হয়,অদূর ভবিষ্যতে আপনার পরিবারের কোন অসুস্থ মানুষকে সুস্থ হতে চলেছে।

হাত থেকে যদি দানাশস্য বারবার পড়ে যায় তাহলে কিন্তু মা অন্নপূর্ণা ভীষণভাবে ক্ষুব্ধ হন, ঠিক এই কারনে জীবনে নেমে আসে খাদ্যের অভাব এবং চরম অর্থ সংকট। তাই এখন থেকেই সাবধান হয়ে যাওয়া ভালো।

বাস্তু অনুযায়ী দুধ অত্যন্ত শুভ হলেও তা বারবার হাত থেকে পড়ে যাওয়া খুব একটা শুভ নয়। দুধ পড়ে যাওয়া মানে পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি দেখা যাবে, মানসিক অশান্তিতে ভুগতে পারেন পরিবারের সকলে। অতএব সাবধানতা অবলম্বন করতে হবে আজ থেকেই।