সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

EMI দেওয়ার ক্ষ’ম’তা নেই ব’র্ত’মা’ন সময়ের অভিনেতাদের, কিন্তু শো অফ ক’র’তে’ই হ’বে: বিপ্লব চ্যাটার্জি

সত্য কথা সকলের সামনে বলার সাহস সত্যি সকলে থাকে না। কিন্তু বলিউডের বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চ্যাটার্জী চিরকালই মুখের উপর স্পষ্ট কথা বলতে ভালোবাসেন। সহকর্মী থেকে শুরু করে পরিচালক এমনকি প্রযোজকরা পর্যন্ত তাকে এড়িয়ে চলতেন চিরকাল। বর্তমান প্রজন্মের টলিউডকে যে কোন ভাবেই তার পছন্দ নয় এ কথা বহুবার তিনি বলেছেন সংবাদমাধ্যমের সামনে। সম্প্রতি আরও একবার জন্মদিন উপলক্ষে সংবাদমাধ্যমের সামনে সাক্ষাত্কার দিতে গিয়ে, এই বর্ষীয়ান অভিনেতা আরো একবার নিজের মতামত প্রকাশ করলেন সকলের সামনে।

এই যুগের নবীন প্রজন্মকে তিনি কোনোভাবেই মেনে নিতে পারেন না। তার মতে, অভিনয় করার থেকে বেশি করাটা বেশি প্রাধান্য পায় সকলের। অল্প কিছু সিনেমাতে অভিনয় করার পর গাড়ি বাড়ি কিনে নেন তারা। কিন্তু ইএমআই দেওয়ার ক্ষমতা থাকেনা। কিছু বছর আগেও যেখানে অভিনেতারা দীর্ঘদিন সিনেমা তে কাজ করে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে যাবার আগে বারবার ভাববেন সেখানে মাত্র কয়েকটি সিনেমা করে কিভাবে অভিনেতা-অভিনেত্রীরা নতুন গাড়ি চরার সাহস পায় তা তিনি কিছুতেই ভেবে পান না।

তার মতে, ফিল্ম ইন্ডাস্ট্রি ভীষণভাবে একটি অনিশ্চয়তার জায়গা। আজ যে তাদের শিরোনামে পৌঁছে গেছে কাল তার কাছে কাজ নাই থাকতে পারে। কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করার আগেই শো অফ দেখানোর চক্করে বেশিরভাগ অভিনেতা-অভিনেত্রীরা হারিয়ে যাচ্ছেন অভিনয় জগৎ থেকে। অভিনয় করার থেকে বেশি তাদের কাছে প্রাধান্য পায় ছবি তুলে ফেসবুকে পোস্ট করা।

অভিনেতার কথায়, এখনকার সিরিয়ালের মান অত্যন্ত নিম্ন জাতের। সিরিয়াল করার সেই মানসিকতা অথবা গল্প এখনকার ইন্ডাস্ট্রিতে খুঁজে পাওয়া যায় না। সিনিয়র আটিস দের সম্মান করা এখনকার ইন্ডাস্ট্রি থেকে একেবারে উঠে গেছে। পাশাপাশি গল্পের গরু গাছে ওঠা, জাতীয় চিত্রনাট্যের একেবারে দেখতে পছন্দ করেন না অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। নিজের কাজ নিয়েও তিনি যথেষ্ট অভিমান পুষে রেখেছেন তা তার কথা শুনে বোঝা যায়।

বর্তমান পরিচালকেরা তাকে একেবারেই পছন্দ করেন না, তাই তাকে কাজের জন্য ডাকেন না, শিবপ্রসাদ নন্দিতা হোক অথবা সৃজিত মুখোপাধ্যায় কেউ বিপ্লব চট্টোপাধ্যায় কে পছন্দ করেন না, এমন অভিমত স্বয়ং অভিনেতার। বিপ্লব চট্টোপাধ্যায় এর কথায়, এখন মানুষ অল্পে বড়লোক হয়ে যায়। খালি কলসি বাজে তাই এখনকার অভিনেতা অভিনেত্রীদের মধ্যে খাজনার থেকে বাজনা বেশি দেখা যায়। তাই তিনি কিছুতেই এখনকার অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেন না, এক কথায় বলা যায় মানিয়ে নিতে চান না।