সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অসংগঠিত ক্ষে’ত্রে দেশের ৩০ কোটি মানুষ যু’ক্ত, নথিভুক্তের সং’খ্যা মা’ত্র ৭ লক্ষ

সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি ঘোষণা করেন, ‘ই-শ্রম পোর্টাল অনুসারে, স্বাস্থ্য, অটোমোবাইল, পরিবহন, পর্যটন, খাদ্য শিল্প, শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে গিগ কর্মীদের সংখ্যা ৭,১৭,৬৮৬। লোকসভায় এক প্রশ্নের উত্তরে ২৮ জানুয়ারি ২০২২ পর্যন্ত সরকারি পরিসংখ্যানের বিষয়ে জানাল কেন্দ্র।

বিজেপি, কংগ্রেস, ডিএমকে এবং টিএসআর-এর প্রশ্নের জবাবে, রামেশ্বর তেলির বক্তব্যে, এই প্রথমবার, সামাজিক নিরাপত্তা কোড, ২০২০ অনুযায়ী গিগ কর্মী এবং প্ল্যাটফর্ম কর্মীদের সংজ্ঞায়িত করা হয়েছে।

এর মাধ্যমে অসংগঠিত কর্মীদের জীবন বিমা, দুর্ঘটনা বিমা সম্পর্কিত বিষয়ে সামাজিক সুরক্ষা স্কিম প্রদান করা হবে। স্বাস্থ্য এবং মাতৃত্বকালীন সুবিধা এবং বার্ধক্য সুরক্ষাও দেওয়া হবে। তবে এটি কার্যকর হওয়া এখনও বাকি রয়েছে।

আরো পড়ুন: ১ আগস্ট থেকে আপনার জী’ব’নে বিভিন্ন পরিবর্তন আসছে, জানুন আমজনতার উপর কি প্র’ভা’ব পড়বে

রামেশ্বর তেলি আরও বলেন, ই-শ্রম পোর্টালে ২০ জুলাই ২০২২ পর্যন্ত, ২৭.৯৯ কোটি অসংগঠিত কর্মী রয়েছে। যার মধ্যে, প্রায় ৪৭.১৬% পুরুষ এবং ৫২.৮৪% মহিলা। দেশে ৩.৭১ কোটি অসংগঠিত শ্রমিকের বয়স ৫০ বছরের বেশি ২২.২% শতাংশ তপশিলি জাতি এবং ৭.২% তপশিলি উপজাতির অন্তর্গত।