সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পাকিস্তানে “ব্রহ্মস” মিসাইল ভে’ঙে পড়তেই ভারতে হা’ম’লা’র ছ’ক ইমরানের: মার্কিন রি’পো’র্ট

হরিয়ানার আম্বালায় ৯ মার্চ ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে রক্ষণাবেক্ষন ও রুটিন মহড়ার সময় ভুল করে একটি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হয়ে যায়। যেটি আছড়ে পড়েছিল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিয়াঁ চান্নু শহরে।

ইসলামাবাদ এই ঘটনার পরেই নাকি প্রত্যাঘাতের প্রস্তুতি শুরু করে দিয়েছিল। ভারতের তরফে পাকিস্তানি সেনাকে দুর্ঘটনার বার্তা দিতে আরেকটু দেরি হলেই পালটা ক্ষেপণাস্ত্র হামলা হত, এমনটাই দাবি করা হয়েছে আমেরিকার এক সংবাদ মাধ্যমের রিপোর্টে।

ওই মার্কিন সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের ভুল উৎক্ষেপণের পরেই আম্বালার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল ভারতীয় সেনা।

আরো পড়ুন: মানুষের ম’তো দেখতে মাছ! হিং’স্র এই মাছ দে’খে সমুদ্র থেকে সৈকতে ফিরছেন অন্ধ্রের মৎস্যজীবীরা

অন্য দিকে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ায় মিয়াঁ চান্নু এলাকায় প্রাণহানি হয়নি। তবে ঘরবাড়ি সমেত বেশ কিছু সম্পত্তির ক্ষতি হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ঘটনার পরেই ভারতের সেনাকর্তারা পাকিস্তানের সমপর্যায়ের সেনাকর্তাদের বিষয়টি জানায়নি।

এই সময়েই পালটা ক্ষেপণাস্ত্র ছোঁড়ার কথা ভেবে ফেলে পাকিস্তান।তবে ভারতের বার্তা পাওয়া মাত্র নিরস্ত হয় পাক বাহিনী।কয়েক দিন আগেই পাকিস্তানের বায়ু সেনার তরফে জানানো হয়েছিল, ক্রুজ ক্ষেপণাস্ত্রটি হরিয়ানার সিরসা থেকে এসেছিল।