সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশের বাইরেও হ’বে IIT, রাষ্ট্রপতির কাছে আ’র্জি জা’না’লো এই দেশ

আই আই টির শাখা এবার ভারতের বাইরেও, দেশের বাইরে আই আই টির শাখা প্রতিষ্ঠার পরিকল্পনা করার সিদ্ধান্ত আসলে ভারতের অনেক দিনের। কিন্তু সেটা কোনোভাবেই পূরণ হচ্ছিল না। তবে এবার সেই স্বপ্ন পূরণ হওয়ার দোরগোড়ায়।

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জানায়, ক্যারিবিয়ান দ্বীপ্রাষ্ট্র জামাইকা আই আইটির শাখা খোলার জন্য দারুণ ভাবে আগ্রহ দেখিয়েছে।আই আই টি দুবাইয়ের পর এবার আই আইটি জামাইকা খোলার লক্ষ্যে রয়েছে ভারত।

রামনাথ কোবিন্দ হল এমন একজন রাষ্ট্রপতি যিনি কিনা হাতে গোণা কয়েকজন রাষ্ট্রপতির মধ্যে পরে, যারা এই দ্বীপ্রাষ্ট্র ভ্রমণ করেছেন। গত ১৭ মে রাষ্ট্রপতি জামাইকা সফরে ছিলেন, সেখানে থেকেই তিনি বলেন, ভারত এমন একটি দেশ , সেখানে জ্ঞানভিত্তিক একটি দেশ, এই দেশ জ্ঞানের সাথে সাথে অর্থনীতির এক উন্নত শিখরে পদার্পণ করতে চলেছে।

আরো পড়ুন: চিনির দাম বা’ড়’বে না তো? আ’শ’ঙ্কা প্রকাশ করেই রফতানিতে রা’শ টা’ন’তে চলেছে সরকার

যা জ্ঞানকে সৃষ্টি, বিতরণ, ও ব্যাবহারের মধ্যে উন্নতি ও বৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। শুধু তাই নয় সূত্রের মাধ্যমে জানা গেছে, রামনাথ কোবিন্দ ভারতের শিক্ষা ক্ষেত্রের ভূওয়সী প্রশংসা করেছেন।

তাঁর মুখে উঠে এসেছে পৃথিবী বিখ্যাত আই আইটি, আই আই এমের কথা। যদি লক্ষ্য করা যায় বিগত বছর গুলোর মধ্যে আই আই টি ও আই আই এমের দারুণ বিকাশ ঘটেছে।

লক্ষ্য করলে আরও দেখা যাবে এখান থেকে যারা বেরিয়েছে তারা এখন এক কথায় বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক ও প্রযুক্তি প্রতিষ্ঠান গুলোতে নেতৃত্ব করে চলেছে। তাহলে স্পষ্টই বোঝা যাচ্ছে কতটা প্রভাব রয়েছে এই আই আই টি, আই আই এমের।

জামাইকার সাংসদের দুই কক্ষের উদ্দেশ্যে ভাষণ দিয়ে রাষ্ট্রপতি জানিয়েছেন, ২০২০ সালে আমাদের প্রকাশিত জাতীয় শিক্ষানীতি অনুযায়ী ভারত বিদেশেও আই আই টি গড়ে তোলার লক্ষ্য স্থাপন করেছে।

এরপরেই তিনি জামাইকাতে আই আই টি গড়ে তোলার জন্য জামাইকার আগ্রহের কথা তুলে ধরেছেন। জামাইকার পড়ুয়ারাও বিশ্বজোড়া সমাদৃত অন্যতম সেরা প্রতিষ্ঠান গুলোতে পড়াশোনার সুযোগ পাক, সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা।