সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

App-এর মাধ্যমে টাকা লেনদেন করতে হলে জরুরি বিষয়টি অবশ্যই খেয়াল করবেন, না হলেই বিপদ

ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা UPI হল একটি রিয়েল-টাইম অর্থপ্রদান ব্যবস্থা।এটিকে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) তৈরি করেছিল। এর মাধ্যমে আন্তঃব্যাংক পিয়ার-টু-পিয়ার (P2P) এবং ব্যক্তি-থেকে-মার্চেন্ট (P2M) লেনদেন করা যায়। এটি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) দ্বারা নিয়ন্ত্রিত। একটি মোবাইল প্ল্যাটফর্মে দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে মুহূর্তের মধ্যে টাকা স্থানান্তর করা যায় UPI – এর মাধ্যমে৷

ভারতে UPI পেমেন্টের জনপ্রিয়তা উত্তরোত্তর বেড়েই চলেছে। দেশ তথা সমগ্র বিশ্বে ডিজিটাল পেমেন্টের সংজ্ঞা বদলে দিয়েছে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI)। শুধুমাত্র একটা QR কোড স্ক্যান করে মুহূর্তে পেমেন্ট করা সম্ভব।পেমেন্ট করার সঙ্গে সঙ্গে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা চলে যায়।

আগে UPI এর মাধ্যমে পেমেন্টের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হত।কিন্তু এখন ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের মাধ্যমেও UPI পেমেন্ট করা সম্ভব।মার্চেন্টের UPI QR কোড স্ক্যান করে কার্ডের মাধ্যমে UPI পেমেন্ট করতে পারবেন সকলেই।

যদি মার্চেন্ট- এর রেজিস্ট্রেশন না থাকলে,তাহলে কার্ডের মাধ্যমে UPI পেমেন্ট করা যাবে না। বিভিন্ন অ্যাপ ব্যবহার করে এই অনলাইনে টাকা ট্রান্সফার করা যায়। কিন্তু সর্বদা আপনাকে সচেতন থাকতে হবে।

১) বিশ্বস্ত অ্যাপ ব্যবহার করতে হবে –

সাধারণত গুগল পে, ফোন পে, পেটিএম-এর মতো জনপ্রিয় অ্যাপগুলি ব্যাবহার করা উচিত।

২) ‘পিন’ নাম্বার গোপন রাখা –

‘এটিএম’ বা ইউপিআই অ্যাপের ‘পিন’ (পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার) কাউক বলবেন না। সেটা জানবেন শুধু আপনি। নাহলে অন্যকেউ আপনার পিন ব্যাবহার করে অ্যাকাউন্ট খালি করে দিতে পারে।

৩) টাকা দেওয়ার আগে চেক করা –

কাউকে টাকা ট্রান্সফারের আগে ব্যক্তির নাম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস বা মোবাইল নম্বরটি যাচাই করে নিতে হবে।

৪) ভুয়ো ফোন বা মেসেজ –

আপনার অ্যাকাউন্ট ডিটেইলস বা কোন OTP জানতে চেয়ে অনেক সময়ই বিভিন্ন নাম্বার থেকে ফোন বা মেসেজ আসে। সেই সব ফোন বা মেসেজ এড়িয়ে চলাই শ্রেয়।

৫) ফোন সুরক্ষিত রাখুন –

অনলাইনে কিছু কেনাকাটা করতে গেলে কিছু ওয়েবসাইট বা অ্যাপ অনেক সময়ই আপনার একাউন্টের ডিটেইলস সেভ করে রাখে।এই বিষয়ে সচেতন থাকা উচিত।