সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বদলা নিলো বাঁদররা, খু’ন ২৫০ কুকর ছানা, জানুন বিস্তারিত

মহারাষ্ট্রের মজলগাঁও এলাকার বাসিন্দা সন্তান হারানো বাঁদরের জ্বালা এবং তার বদলা যে কত ভয়ঙ্কর হতে পারে তা টের পাচ্ছেন। মহারাষ্ট্রের মজলগাঁও এলাকায় কিছু কুকুরের দল মাসখানেক আগে একটি বাদরে বাচ্চাকে ছিন্নবিচ্ছিন্ন করেছিল।

প্রতিশোধ নিতে এলাকার দখল নিয়ে ফেলেছে বাঁদরের বিশাল এক শিবির।গ্রামবাসীরা জানাচ্ছেন, বাঁদরদের প্রতিশোধের জেরেই এই অবস্থা।কিছু গ্রামবাসীরা বাঁদরদের হাত থেকে কুকুছানাদের বাঁচানোর চেষ্টা করেছিলেন।

তা করতে গিয়ে উঁচু থেকে পড়ে বেশ কয়েক জন গ্রামবাসীও আহত হয়েছেন।গ্রামবাসীদের অভিযোগ, কুকুরছানাদের মেরেও ক্ষান্ত হয়নি বাঁদরের দল। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েদের উপরও সুযোগ পেলেই হামলা চালাচ্ছে তারা।

কুকুরছানা দেখলেই তাকে উঁচু জায়গা থেকে ফেলে হত্যা করছে তারা। গত মাসে বাঁদরের আক্রমণ অন্তত 250 টি কুকুরছানার মৃত্যু হয়েছে বলে গ্রামবাসীদের দাবি।