সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মঙ্গলবার এই কা’জ করবেন না ভু’ল ক’রে’ও, হনুমানজির আশীর্বাদে পা’বে’ন শা’ন্তি

ভক্তের কথা বললে সকলের আগে হনুমানের কথা মনে পড়ে যায়। প্রভুর জন্য তিনি অনেক কিছুই করেছিলেন। সূর্যদেবের পুত্র ছিলেন তিনি। আপনি যদি হনুমান ভক্ত তাহলে আপনাকে মেনে চলতে হবে কিছু নিয়ম। প্রতি মঙ্গলবার এই নিয়ম গুলি না মেনে চললে হনুমানজি আপনার ওপর রুষ্ট হতে পারেন। পুরাণে পবনপুত্র হনুমান পবনপুত্র না হলেও, এই নামে পরিচিত। হনুমানজির জন্য সপ্তাহের মঙ্গলবার টিকে ধার্য করা হয়। এই দিন বাড়িতে এবং মন্দিরে পুজো করা হয় হনুমানজির।

মঙ্গলবার কোন প্রাণী হত্যা করা অসম্ভব বলে মনে করা হয়। এইদিন হনুমানজির পুজা করে আপনি নিরামিষ আহার গ্রহণ করলে হনুমানজি তুষ্ট হবেন। তাই এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন।

সর্বদা পুজো করার সময় একটি তুলসীর মালা, জেসমিন তেল, শ্রীরাম লেখা একটি লাল পতাকা, কমলা সিঁদুর এবং লাল মিষ্টি অবশ্যই সঙ্গে রাখবেন। হনুমানজি হলেন সংকটমোচন দেবতা। তাই তার আরাধনা করলে মন থেকে সমস্ত ভয় দূর হয়ে যায়। তবে আপনি যদি মঙ্গলবারে নিরামিষ না খাওয়া শুরু করেন তাহলে আপনার মনের জোর কমতে শুরু করে দেবে।

একমনে তাকে স্মরণ করলে মনে শান্তি প্রতিষ্ঠিত হয়। তাই ভুল করেও মঙ্গলবার কোন আমিষ আহার গ্রহণ করবেন না, এটি আপনার পরিবারের সুখ শান্তির বিঘ্ন ঘটতে পারে।

হনুমান জি কে সন্তুষ্ট করতে পারলেই আর্থিক দিক থেকে আমি মুক্তি পেতে পারবেন। মঙ্গলবার দিন আমিষ আহার গ্রহণ করলে হনুমানজি আপনার উপর ক্ষিপ্ত হতে পারেন, তাই ভুলেও এই কাজ করবেন না।