সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্মলপক্সের টি’কা নেওয়া থাকলে কি মাঙ্কিপক্স হ’বে না আপনার? জানুন উত্তর

করোনার সঙ্গে এখনো লড়াই করতে হচ্ছে গোটা বিশ্বকে। এরই মাঝে চোখ রাঙাচ্ছে মাঙ্কি পক্স। দুনিয়ার বিভিন্ন প্রান্তে এই রোগ ছড়িয়ে পড়ছে। স্বভাবতই এই নিয়ে আতঙ্কিত গোটা বিশ্ববাসী। তবে চিন্তার কোনো কারণ নেই।

সম্প্রতি চিকিৎসকরা আশার বাণী শুনিয়ে জানিয়েছেন যে সমস্ত শিশু এবং প্রাপ্ত বয়স্ক ব্যক্তিদের রোগ প্রতিরোধ শক্তি প্রবল তারা এই অসুখ এড়িয়ে চলতে পারবেন।

দুটি হাই রিস্ক বা প্রবল ঝুঁকিতে থাকা দলের কথা উল্লেখ করা হয়েছে যা কার্যত প্রতিটি রোগের ক্ষেত্রে থাকে। এদের মধ্যে একটি দল ছয় মাসের কম। দ্বিতীয় দল হলেন বৃদ্ধ-বৃদ্ধারা।

আরো পড়ুন: সফল অ’স্ত্রো’প’চা’র, ১০ বছর ধ’রে কথা ব’ন্ধ হয়ে যাওয়া কিশোরের স্বর ফিরলো

যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা স্মল পক্সের টিকা নিয়েছিলেন তারা এই রোগ থেকে অনেকখানি সুরক্ষিত থাকতে পারবেন বলে জানানো হয়েছে। হালকা উপসর্গের মাধ্যমে তাদের শরীর থেকে বিদায় নেবে মাঙ্কি পক্স।

কেউ যদি 50 বছর আগেও স্মল পক্সের প্রতিষেধক নিয়ে থাকেন তার শরীরে অ্যান্টিবডি রয়েছে বলে জানা গিয়েছে। স্মল পক্সের বিরুদ্ধে রুটিন প্রতিষেধক দেওয়ার পর্বটি শেষ হয়েছিল 1972 সালে।

ব্যক্তির রক্তের সক্ষমতার উপর নির্ভর করে প্রতিষেধক কতদিন কাজ করতে পারবে। সারা পৃথিবীতে প্রায় 260 জন মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন। 21 টি দেশের উপর আপাতত নজর রাখা হচ্ছে।

আমেরিকার সাতটি রাজ্যে এই রোগে মোট নয়জন আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। এদের কোনো ট্রাভেল হিস্ট্রি নেই। তাই ইতিমধ্যেই এই রোগের কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গিয়েছে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।